২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রশংসায় ভাসছেন নিলয়-মিতিল

-

ভিন্ন ধরনের গল্পে অনবদ্য অভিনয়ের কারণে নাটকপ্রেমী দর্শকসহ সব ধরনের দর্শকের প্রশংসায় ভাসছেন নিলয় আলমগীর-মিতিল ফাররোখ জুটি। কাজী শাহিদুল ইসলাম রচিত ও সম্রাট জাহাঙ্গীর পরিচালিত গ্রামের প্রেম ভালোবাসানির্ভর গল্পের নাটক ‘প্রেম কলঙ্কের মালা’ নাটকে অভিনয়ের জন্য নিলয় ও মিতিল দর্শকের প্রশংসায় ভাসছেন। নাটকটি গত ভালোবাসা দিবস উপলক্ষে নিলয় আলমগীরের নতুন ইউটিউব চ্যানেল ‘নাফ নিলয় আলমগীর ফিল্মস’-এ প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই গল্প এবং বিশেষত নিলয় ও মিতিলের অনবদ্য অভিনয়ের কারণে নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। এরই মধ্যে নাটকটি নতুন ইউটিউব চ্যানেলে ১৫ লক্ষাধিক ভিউয়ার্স উপভোগ করেছেন। প্রতিদিনই নাটকটির ভিউ বেড়েই চলেছে। প্রতিনিয়ত নানান মাধ্যমে নিলয় ও মিতিল নাটকটিতে অভিনয়ের জন্য যেমন সাড়া পাচ্ছেন ঠিক তেমনি দর্শকের কাছ থেকে দু’জনের জুটি হয়ে কাজ করার জন্যও বিশেষভাবে অনুরোধ আসছে। নিলয় আলমগীর বলেন, ‘আমি আর মিতিল প্রথম একসাথে নাটকে অভিনয় করি সালাহ উদ্দিন লাভলু ভাইয়ের পরিচালনায় ধারাবাহিক নাটক প্রিয় দিন প্রিয় রাত-এ। এই নাটকে অভিনয়ের জন্যই বেশ সাড়া পেতে শুরু করি। পরে ‘বোয়াল মাছের মাথা’ নাটকে অভিনয় করেও অভূতপূর্ব সাড়া পাই আমরা দু’জন। তবে ‘প্রেম কলঙ্কের মালা’র জন্যও অনেক সাড়া পেতে শুরু করি। ভালোবাসা দিবসের পর থেকে এখন পর্যন্ত প্রতিদিনই নাটকটির জন্য সাড়া পাচ্ছি। যেহেতু সবসময় কমেডি ঘরানার কিংবা শহুরে গল্পের নাটকে কাজ করা হয়ে থাকে, দর্শকের অনুরোধেই জুটি হয়ে গ্রামীণ পটভূমিতে প্রেমের গল্পের নাটকে আমরা দু’জন এবার অভিনয় করেছি। মিতিলও ভালো করার চেষ্টা করেছে। সব মিলিয়ে ‘প্রেম কলঙ্কেও মালা’ দর্শকের ভালোবাসা পাচ্ছেÑ এটাই আসলে আমাদের চেষ্টার ফল। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা।’ মিতিল ফাররোখ বলেন, ‘প্রেম কলঙ্কের মালা’র জন্যও যে এত সাড়া পাব, বুঝতে পারিনি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশকে ধবলধোলাই করতে চায় ওয়েস্ট ইন্ডিজ ‘মা, আমার এখন কি হবে’? আতংকিত এ প্রশ্ন আহত জিল্লুরের ভারতে ব্যাটিং করার মাঝেই মৃত্যু ক্রিকেটারের লেবাননে চুক্তি লঙ্ঘনের অভিযোগ, গুলিবর্ষণ ইসরাইলের মধ্য গাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত ১৭ পাকিস্তানে প্রতিবাদের খবর দেয়ায় সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ দর্শনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার বাহাদুর শাহ পার্ক : ইতিহাসের নীরব সাক্ষী পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল

সকল