২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নারী দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘শিমু’

নারী দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘শিমু’ -

নারী দিবস উপলক্ষে বাংলাদেশর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রুবাইয়াত হোসেনের তৃতীয় সিনেমা ‘শিমু’। এর আগে তিনি ‘মেহেরজান’ (২০১১) ও ‘আন্ডার কনস্ট্রাকশন’ (২০১৫) নামে আরো দু’টি সিনেমা নির্মাণ করে প্রশংসা কুড়িয়ে ছিলেন। শ্রমিকনেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
নির্মাতা রুবাইয়াত হোসেন জানিয়েছেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানিয়ে ‘শিমু’ বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবে ১১ মার্চ। নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে ‘শিমু’ সিনেমায়। রুবাইয়াত হোসেনের পাশাপাশি সিনেমাটির মূল কুশলীদের অধিকাংশই ছিলেন নারী। চিত্রগ্রহণে সাবিন ল্যাঞ্চেলিন, শব্দগ্রহণে এলিশা আলবার্ট ও শিল্প নির্দেশনায় জোনাকি ভট্টাচার্যের নাম উল্লেখযোগ্য।
তিনি বলেন, ‘শিমু’ প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে চলা প্রতিটি সংগ্রামী মানুষের গল্প। এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবী মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা। দু’টি অতিথি চরিত্রে দেখা যাবে মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামীকে।
প্রাথমিকভাবে ‘শিমু’ সিনেমার নাম ছিল ‘মেড ইন বাংলাদেশ’। এ নামেই বিভিন্ন উৎসবে অংশ নিয়েছে সিনেমাটি। আন্তর্জাতিকভাবেও মুক্তি পেয়েছে এ নামেই। তবে বাংলাদেশে মুক্তির আগে বদলে ফেলা হয়েছে নাম।
এ প্রসঙ্গে নির্মাতা রুবাইয়াত বলেন, ‘এ নামে বাংলাদেশে আগেও একটি সিনেমা আছে; যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয় সে কারণে নাম বদলানো হয়েছে। আমাদের সিনেমার যিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন তার মূল নাম ও চরিত্রের নাম একই- শিমু। তাই এ নামেই সিনেমাটি মুক্তি দিচ্ছি আমরা।’
চলচ্চিত্র মেড ইন বাংলাদেশ বা শিমুর কাজ শুরু হয় ২০১৬ সালে লোকার্নো চলচ্চিত্র উৎসবে ওপেন ডোরস ল্যাবে অংশগ্রহণের মধ্য দিয়ে। টরেন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ‘শিমু’ প্রথম প্রদর্শিত হয় ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। ফ্রান্সের সেইন্ট জঁ দ্য-লুজ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নেন রিকিতা নন্দিনী শিমু।
চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। তিনি বলেন ‘শিমু’ সিনেমাটি হচ্ছে বাংলাদেশের নারীশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প। একজন নারীকে তার পরিবার থেকে শুরু করে কর্মক্ষেত্রে যেসব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়, সেগুলো খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এ সিনেমায়।

 


আরো সংবাদ



premium cement
নেপালে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডাররা স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছেন আইপিএলে কোনো বাংলাদেশী ক্রিকেটার জায়গা না পাওয়া কিসের ইঙ্গিত? গুলামের প্রথম সেঞ্চুরিতে সিরিজ জিতলো পাকিস্তান রাঙ্গামাটিতে বৌদ্ধ তীর্থযাত্রীদের বাস উল্টে আহত ১৯ ইরানকে পারমাণবিক বোমা বানাতে দেবে না ইসরাইল : নেতানিয়াহু অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘুরা আগের চেয়ে নিরাপদ মনে করেন রাঙ্গামাটিতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১ ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুতিন মিয়ানমারের এক মহাসড়কে ১০ মাসে দুর্ঘটনায় নিহত ৮২ সরকারের সহযোগিতা ছাড়া নিরপেক্ষ ইসির পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : ড. বদিউল ঈশ্বরগঞ্জে টিসিবির উধাও হওয়া সেই ডাল উদ্ধার

সকল