২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাশিয়ায় সেবা প্রত্যাহার করেছে নেটফ্লিক্স

-

রাশিয়ায় কার্যক্রম বন্ধ করেছে নেটফ্লিক্স। রোববার স্ট্রিমিং সাইটটির এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্স। গত সপ্তাহের শুরুতে রাশিয়ায় সব ধরনের প্রজেক্ট ও অধিগ্রহণ সাময়িকভাবে বন্ধ করে দেয় নেটফ্লিক্স। ইউক্রেনে মস্কোর আগ্রাসনের প্রভাব মূল্যায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয় মার্কিন ভিডিও স্ট্রিমিং সাইটটি। এর আগে নেটফ্লিক্স জানিয়েছিল তারা রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত চ্যানেলগুলোকে রুশ সার্ভিসের আওতায় আনবে। চলমান পরিস্থিতিতে এটি যে পিছিয়ে যাচ্ছে তা স্পষ্ট।
রাশিয়ায় চারটি অরিজিনাল সিরিজ চালিয়ে আসছিল নেটফ্লিক্স। এর মধ্যে রয়েছে দাশা ঝুক পরিচালিত একটি ক্রাইম থ্রিলার। সম্প্রতি এ সিরিজটির শুটিং স্থগিতের ঘোষণা আসে।
অন্যান্য মার্কিন প্রযুক্তি কোম্পানি রাশিয়ায় অনেক আগে এলেও রাশিয়ায় নেটফ্লিক্স অনেকটা নবাগত। রাশিয়ার ন্যাশনাল মিডিয়া গ্রুপের সাথে জয়েন্ট ভেঞ্চার হিসেবে ২০১৬ সালে যাত্রা শুরু করা সার্ভিসটির রুশ সাবস্ক্রাইবার সংখ্যা এক মিলিয়ন বা ১০ লাখের মতো। বিশ্বব্যাপী তাদের সাবস্ক্রাইবার সংখ্যা ২২ কোটি ২০ লাখ।

 


আরো সংবাদ



premium cement