২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পঞ্চমবারের মতো আন্তর্জাতিক সম্মানায় ভূষিত আঁখি আলমগীর

-

আঁখি আলমগীর, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নন্দিত তারকা সঙ্গীতশিল্পী। তার প্রজন্ম থেকে শুরু করে বর্তমান প্রজন্মের শ্রোতা দর্শকের কাছে তিনি যেমন জনপ্রিয়, ঠিক তেমনি তার প্রজন্মের শিল্পী থেকে শুরু করে তার পরবর্তী প্রজন্মের শিল্পীর কাছেও তিনি ভীষণ প্রিয় একজন শিল্পী, প্রিয় একজন মানুষ। সব বয়সী শ্রোতা দর্শকের কাছেও আঁখি আলমগীর অনন্য একজন সঙ্গীতশিল্পী। বাংলাদেশের একমাত্র সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর যিনি গানে, অভিনয়ে দুই ক্যাটাগরিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। আমজাদ হোসেনের ‘ভাত দে’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি অভিনয়ে পুরস্কৃত হয়েছিলেন, আবার আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। একজন আঁখি আলমগীর তার গানের ভুবনে পথচলার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বাংলাদেশের বহু সংগঠন থেকে নানান সময়ে বহুবার পুরস্কৃত হয়েছেন। দেশের বাইরে থেকেও তিনি আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। কলকাতা থেকে তিনবার এবং দুবাই থেকে একবার তিনি গানের জন্য দেশের সম্মান বয়ে নিয়ে এসেছিলেন পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে। আবারো তিনি আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হলেন। গত ৫ মার্চ ‘সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম’ আয়োজিত ‘চলচ্চিত্রে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা ও বাংলাদেশের চলচ্চিত্রের সাত দশকের কালজয়ী গান উৎসব অনুষ্ঠানে আঁখি আলমগীরের হাতে ‘সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম’ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘আমার কাছে যেকোনো সম্মাননা তা দেশের ভেতর থেকে হোক দেশের বাইরে থেকে হোক সবসময়ই ভীষণ ভালোলাগা কাজ করে। সম্মাননা পাওয়ার ক্ষেত্রে আমি কখনোই বড়-ছোট হিসাব করে দেখি না। অনেকেই হয়তো আছেন যারা এমন এমন সংগঠন থেকে সম্মাননা পান, যা তারা গ্রহণ করে বাসায় গিয়ে সাজিয়ে রাখতে আগ্রহী নন। কিন্তু আমার কাছে প্রত্যেকটি সম্মাননাই সমান গুরুত্ব বহন করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে এখন পর্যন্ত যত পুরস্কার পেয়েছি সবগুলোই একই সাথে একই সারিতে সাজানো আমার বাসায়। এসব সম্মাননা আমার কাছে অমূল্য, আমার কাছে ভীষণ অনুপ্রেরণার। সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম থেকে যে সম্মাননা স্মারকে আমাকে ভূষিত করা হয়েছে, সেটাও আমার কাছে ভীষণ ভালোলাগার।’ এদিকে স্টেজ শোতে অপ্রতিদ্বন্দ্বী আঁখি আলমগীর আবারো স্টেজ শোতে পুরোদমে ব্যস্ত হয়ে উঠেছেন। গতকাল সন্ধ্যায় তিনি চট্টগ্রামের নেভি হেডকোয়ার্টারে সঙ্গীত পরিবেশন করেন। আজ সকালেই ঢাকায় ফিরে তিনি ঢাকাতে একটি শোতে অংশ নেবেন। আগামীকাল নোয়াখালীতে আরেকটি শোতে অংশ নিয়ে পরের দিন ঢাকাতেই আরেকটি শোতে অংশ নেবেন। মূল কথা, আঁখি আলমগীর আবারো পূর্ণোদ্যমে স্টেজে ফিরেছেন গানে গানে।

 


আরো সংবাদ



premium cement
ইসকন নিষিদ্ধের দাবিতে নবীনগরে বিক্ষোভ নেপালে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডাররা স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছেন আইপিএলে কোনো বাংলাদেশী ক্রিকেটার জায়গা না পাওয়া কিসের ইঙ্গিত? গুলামের প্রথম সেঞ্চুরিতে সিরিজ জিতলো পাকিস্তান রাঙ্গামাটিতে বৌদ্ধ তীর্থযাত্রীদের বাস উল্টে আহত ১৯ ইরানকে পারমাণবিক বোমা বানাতে দেবে না ইসরাইল : নেতানিয়াহু অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘুরা আগের চেয়ে নিরাপদ মনে করেন রাঙ্গামাটিতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১ ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুতিন মিয়ানমারের এক মহাসড়কে ১০ মাসে দুর্ঘটনায় নিহত ৮২ সরকারের সহযোগিতা ছাড়া নিরপেক্ষ ইসির পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : ড. বদিউল

সকল