যেমন আছেন ‘ঢাকা ৮৬’খ্যাত সেই নায়িকা
- বিনোদন প্রতিবেদক
- ০৫ মার্চ ২০২২, ০০:০০
রঞ্জিতা, নায়করাজ রাজ্জাকের পরিচালনায় একসাথে তিনটি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হওয়া নায়িকা। নায়করাজ রাজ্জাকের পরিচালনায় রঞ্জিতার একসাথে কাজ শুরু করা তিনটি সিনেমা ছিল ‘ঢাকা ৮৬’, ‘জ্বিনের বাদশা’ ও ‘রাজা মিস্ত্রী’। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঢাকা ৮৬’। এই সিনেমার গান ‘একটি ছেলে আর একটি মেয়ে চুপি চুপি দুটি হাত দিলো বাড়িয়ে’ গানটির দৃশ্যায়নের মধ্য দিয়ে সিনেমার শুটিং শুরু হয় রঞ্জিতার। এই সিনেমারই ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’ গানটি সেই সময় বেশ জনপ্রিয়তা পায়। গানটি এখনো দর্শকের মুখে প্রায়ই শোনা যায়। পরপর তিনটি সিনেমা মুক্তির পর যদিও বা সিনেমায় তার নিয়মিত হওয়ার কথা কিন্তু সিনেমাতে অভিনয়ে তার বিরতি নিতে হয়। বিরতির পর তিনি আবারো ‘মরণ লড়াই’, ‘জুলুমবাজ’, ‘ক্যারাটি মাস্টার’, ‘প্রেমিক রংবাজ’, ‘নীল নকশা’সহ আরো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। ‘নীল নকশা’ই ছিল তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। যদিও বা বগুড়ার মেয়ে রঞ্জিতার সিনেমাতে যাত্রা শুরুর আগে টিভি নাটকে তার প্রথম অভিনয় করা। প্রথম তিনি আতিকুল হক চৌধুরীর পরিচালনায় ‘সার্কাস দেখুন’ নাটকে অভিনয় করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা