২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তারা এখন আড়ালে

তারা এখন আড়ালে -

বাংলাদেশের সিনেমার নন্দিত তিন নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী, চিত্রনায়িকা শাবনূর ও চিত্রনায়িকা পপি। এই তিন নায়িকার মধ্যে দু’জন অর্থাৎ মৌসুমী ও শাবনূর এই মুহূর্তে দেশের বাইরে আছেন। মৌসুমী গত বৃহস্পতিবার আমেরিকায় গেলেন মায়ের কাছে। গত বছরের শেষপ্রান্তেই তিনি মায়ের কাছ থেকে দেশে ফিরেছিলেন। কিন্তু মায়ের শরীরটা আবার খারাপ হয়ে যাওয়ায় সেই মায়ের কাছেই ছুটে গেলেন তিনি। অন্য দিকে শাবনূর করোনা শুরু হওয়ার আগে অস্ট্র্রেলিয়া গিয়েছিলেন। করোনার পরিস্থিতি মাঝখানে স্বাভাবিক হওয়ার পর জন্মদিন উদযাপনের জন্য দেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তার দেশে আর আসা হয়নি। অন্য দিকে এক বছরেরও বেশি সময় ধরে চিত্রনায়িকা পপি রয়েছেন লোকচক্ষুর অন্তরালে। তাকে নিয়ে নানা জনের নানা অভিমত বা নানা ধরনের গল্প শোনা গেলেও পপির কাছ থেকে তার ব্যক্তিজীবন সম্পর্কে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। শুধু গত ২৮ জানুয়ারি বাংলাদেশ ‘চলচ্চিত্র শিল্পী সমিতি’র নির্বাচনের কয়েক দিন আগে পপি হঠাৎ একটি ভিডিওবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। কিন্তু সেখানেও পপির বর্তমান অবস্থান সম্পর্কে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মায়ের কাছে যাওয়ার আগে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘আরো আগেই যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সব মিলিয়ে ব্যাটে-বলে হচ্ছিল না। কারণ কিছু শুটিংয়ের কাজ ছিল। আবার পত্রিকা অফিসেরও কিছু কাজ ছিল। সিনেমার ডাবিংয়ের কাজ ছিল।
সব মিলিয়েই একটু দেরি হয়ে গেল। কিন্তু এ মুহূর্তে আমার মায়ের পাশে থাকাটা জরুরি, তাই মায়ের কাছে ছুটে এলাম- আমেরিকাতে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থ করেন।’ এ দিকে শাবনূর তার অফিসিয়াল ফেসবুক পেজে ‘শাবনূর’ বেশ অ্যাকটিভ রয়েছেন। এরই মধ্যে সিনেমায় তার গুরু এহতেশাম ও তার বেশ কয়েকটি সিনেমার নায়ক মান্নার মৃত্যুবার্ষিকীতে তার পেজ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে। এ ছাড়াও সবাইকে শাবনূর বসন্ত ও ভালোবাসা দিবসেরও শুভেচ্ছা জানিয়েছেন। কিছু দিন আগে শাবনূর ও তার ছেলে আইজান করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন দু’জনই বেশ সুস্থ আছেন, ভালো আছেন। তবে বাংলাদেশে তার অগণিত ভক্তরা তার দেশে ফেরার অপেক্ষায় আছেন। মৌসুমীর আগামী ২১ মার্চ দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরেই তিনি এবং তার স্বামী ওমরসানীর ওমরাহ পালন করার জন্য মক্কা যাওয়ার কথা রয়েছে। অন্য দিকে পপি ঠিক কবে নাগাদ আবার সবার সামনে আসবেন কিংবা আদৌ আসবেন কি না সে ব্যাপারে কোনো কিছুই নিশ্চিত নয়।

 


আরো সংবাদ



premium cement
গুলামের প্রথম সেঞ্চুরিতে সিরিজ জিতলো পাকিস্তান রাঙ্গামাটিতে বৌদ্ধ তীর্থযাত্রীদের বাস উল্টে আহত ১৯ ইরানকে পারমাণবিক বোমা বানাতে দেবে না ইসরাইল : নেতানিয়াহু অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘুরা আগের চেয়ে নিরাপদ মনে করেন রাঙ্গামাটিতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১ ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুতিন মিয়ানমারের এক মহাসড়কে ১০ মাসে দুর্ঘটনায় নিহত ৮২ সরকারের সহযোগিতা ছাড়া নিরপেক্ষ ইসির পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : ড. বদিউল ঈশ্বরগঞ্জে টিসিবির উধাও হওয়া সেই ডাল উদ্ধার গণতন্ত্রের জন্য দেয়া রক্তের সাথে বেঈমানি করা যাবে না : নজরুল ইসলাম ময়মনসিংহে কারখানার আগুন নিয়ন্ত্রণে

সকল