একটা ঝকঝকে সকাল পেয়েছেন ফারুকী
- বিনোদন প্রতিবেদক
- ১৩ জুলাই ২০২১, ০০:৪৭
দীর্ঘদিন আলোচনায় নেই মোস্তফা সরয়ার ফারুকী। অথচ তার সাথে যারা সহযোগী হিসেবে ছিলেন তারা নিয়মিত কাজ করেছেন। ঠিক এই অবস্থায় অনেকেরই মন্তব্য, হতাশা গ্রাস করেছে গুণী এই নির্মাতাকে। ফারুকীর ভক্তরা অবশ্য এ কথা মানতে রাজি ছিলেন না। তাদের যুক্তি ছিল ইচ্ছে করেই বিরতিতে আছেন তিনি। তবে সব বিতর্কের অবসান হতে থাকে জুনের মাঝামাঝি থেকে যখন তার প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এর ট্রেলার সামনে আসতে থাকে। সেখানে দেখা যায়, মলিন মুখ। চেহারায় হতাশার ছাপ। আধো আলোতে দাঁড়িয়ে আছেন। দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে জীবনের কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে আছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সামাজিক মাধ্যমে এটি ব্যাপক প্রশংসিত হয়। এতে আপ্লুত হয়ে পরে ফারুকী। কারণ তার কাছে এটি ছিল দীর্ঘদিনের হতাশা দূর করার ওষুধ। তাই বেদনা ঘুচাতে তিনি লিখেছেন, ‘একজন ফিল্ম মেকারের আয়ু মাত্র কয়েক দশক! চোখের পলকে জীবন ফুরায়ে যায়, ফুরায়ে যায় কাজ করার শক্তি!
এই অল্প সময়ে খুব অল্পই কাজ করার সুযোগ হয়। সেখানে চারটা বছর যদি বিনা কারণে চলে যায়, তখন কি রকম বেদনায় মন ডুবে যায় সেটা নিশ্চয়ই বোঝেন সবাই।’
তবে আশার কথা হলো, এই হতাশা থেকে বের হতে পেরেছেন তিনি। ওয়েব প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে তার প্রথম ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টেলমেন। সেজন্যই কিছুটা আনন্দ হচ্ছে নির্মাতার। ফারুকীর মনে হচ্ছে, তিনি ঝকঝকে সকালে এসে দাঁড়িয়েছেন। তিনি লেখেন, ‘আজকে ঘুম থেকে উঠে সোস্যাল মিডিয়ায় আপনাদের পোস্ট এবং চিঠিগুলা দেখে মনে হইল বহুদিন বহুমাস পর এক দীর্ঘ ডিপ্রেশন থেকে বের হয়ে একটা ঝকঝকে সকালে এসে দাঁড়াইলাম! ‘অনেক কৃতজ্ঞতা! যারা রাত জেগে লেডিস অ্যান্ড জেন্টেলমেন দেখছেন এবং দুইটা কথা লেখার প্রয়োজন বোধ করছেন! থ্যাংক ইউ অল! কিপ দেম কামিং!’ নির্মাতা যে অনেক দিন বসে ছিলেন এমন না। সম্পাদনা ও চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন তিনি। তবে প্রথম বার ওয়েবের জন্য কাজ করাটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ফারুকী।
এতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, আফজাল হোসেন, মামুনুর রশীদ, ইরেশ যাকের, তাসনিয়া ফারিন, মারিয়া নূর, হাসান মাসুদসহ একঝাঁক তারকা। ওয়েব সিরিজটির শিরোনাম সঙ্গীতও লিখেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এরই মধ্যে ফেসবুকের বিভিন্ন গ্রুপে সিরিজটি নিয়ে লেখা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত সবাই ভালো মন্তব্যই করেছেন। একজন দর্শক ফেসবুকে লিখেছেন, ‘মোস্তফা সারয়ার ফারুকির লেডিস অ্যান্ড জেন্টেলমেন দেখলাম। এক্সিলেন্ট।’ আরেক দর্শক ফেসবুকের একটি গ্রুপে লিখেছেন, ‘এখন অব্দি ফারুকী সাহেবের যত কাজ দেখেছি সবগুলোই ছিল আত্মতৃপ্তি পাওয়া কাজ। কিন্তু ভাই গতকাল এই সিরিজটা দেখে এখন অব্দি রাগে মাথাটা ভন ভন করতেছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা