২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শুভমিতার গানের মডেল মুহিন

-

দেশের বাইরে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু জামাল হোসেনের কথায় ও মুহিনের সুর সঙ্গীতে গান গেয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায় একই আয়োজনে গান গাইলেন। জামাল হোসেনের লেখা ‘মেঘ তো বলে না আর’ শিরোনামের একটি গানে মুহিনেরই সুর সঙ্গীতে কণ্ঠ দিলেন শুভমিতা। এরই মধ্যে কলকাতায় গানটির রেকর্ডিং এবং মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে বলে জানালেন মুহিন খান।
মোবাইলে কলকাতা থেকে শুভমিতা বলেন, ‘সত্যিই খুব চমৎকার একটি গান মেঘ তো বলে না আর। অসাধারণ একটি গীতিকবিতা যা আমার মন ছুঁঁয়ে গেছে। আর এমন গীতিকবিতার সাথে অপূর্ব সুরের মেলবন্ধন আমাকে তো মুগ্ধ করেছেই। আমি বিশ^াস করি, শ্রোতা দর্শককেও মুগ্ধ করবে গানটি। মূল কথাÑ গানের কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে বিধায় আমি গানটি গেয়েছি। ধন্যবাদ শ্রদ্ধেয় জামাল হোসেন ও মুহিনকে।’
‘মেঘ তো বলে না আর’ গানটি কেনই বা শুভমিতাকে দিয়েই গাওয়াতে হলো? এমন প্রশ্নের জবাবে মুহিন খান বলেন, ‘প্রথম কথা হচ্ছেÑ শ্রদ্ধেয় জামাল ভাইয়ের আগ্রহ ছিল গানটি শুভমিতা দিদিকে দিয়ে গাওয়ানোর। গানটি সুর করার দায়িত্ব আমার ওপর পড়ায় আমিও গানটির সুর করার পর মনে হলো গানটি শুভমিতা দিদি গাইলেই পারফেক্ট হবে। সেই ভাবনা থেকেই দিদির সাথে যোগাযোগ করা এবং শেষ পর্যন্ত গানটি পরিপূর্ণতা পেলো তার কণ্ঠে। অবশ্য আমি নিজেও দিদির গায়কীর ভীষণ ভক্ত। এই গানের মধ্য দিয়ে আমারও স্বপ্ন পূরণ হলো। আমি অনেক বেশি উচ্ছ্বসিত গানটি নিয়ে।’
এ দিকে মুহিন জানান, আগামী মাসেই গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হবে। এতে মডেল হিসেবে থাকবেন মুহিন খান নিজেই। নির্মাণ করবেন ক্ল্যাসিক সরকার। মিউজিক ভিডিও নির্মাণ শেষে গানটি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। উল্লেখ্য, সম্প্রতি মুহিনের সুর সঙ্গীতে জামাল হোসেনের লেখায় গান গেয়েছেন রুমানা ইসলাম, লিজা, অবন্তী সিঁথি, ঝিলিকসহ আরো বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী। এর মধ্যে লিজা ও সিঁথির গান চ্যানেলটিতে প্রকাশিত হয়েছে। রঙ্গন মিউজিকে প্রকাশিত হয়েছে জামাল হোসেনেরই লেখা ও মুহিনের সুরে মুহিনের কণ্ঠে গান ‘ভালোবাসি ভালোবাসি’। গানটির জন্য বেশ সাড়া পাচ্ছেন মুহিন, এমনটাই জানালেন। এদিকে এরই মধ্যে ভারতের স্বাধীনতা দিবসে শুভমিতা ‘আমাদের গান’ শিরোনামের একটি গান গেয়েছেন। এতে তার সহশিল্পী হিসেবে আছেন লোপামুদ্রা, ব্রততী, জয়তী ও ইমন। আবার গেলো ২২ শ্রাবণে প্রকাশিত হলো শুভমিতারই কণ্ঠে ‘শ্রাবণের বাইশ তারিখে’। এই গানটি শ্রোতাদের মুগ্ধ করেছে। গানটিতে গিটার বাজিয়ে গানটিকে অনবদ্য করে তুলেছেন জয় সরকার।

 


আরো সংবাদ



premium cement
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন! আড়ি পাতায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত পেগাসাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ দুবাইয়ে কুয়েত সফরে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী

সকল