২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্লামারাস রোলে সেরা ববি

-

কিছুদিন আগেই ‘নোলক’ ছবির জন্য সিজেএফবি অ্যাওয়ার্ড পেয়েছেন চিত্রনায়িকা ববি। ওই একই ছবির জন্য এবার তিনি পেলেন আন্তর্জাতিক সম্মাননা। গত ৯ আগস্ট ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়া ফার্স্ট বর্ডারলেস ডিজিটাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল ‘ইনডাস ভ্যালি ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ তিনি এই সম্মাননা অর্জন করেন। আপাতত অনলাইনে চিত্রনায়িকা ববির নাম শ্রেষ্ঠ অভিনেত্রী (গ্ল্যামারাস রোল) হিসেবে ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ববি ভারতে গিয়ে এই সম্মাননা নিজ হাতে গ্রহণ করবেন বলে জানান। প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে ববি বলেন, ‘২০২০ সাল তো আসলে আমাদের সবার জন্য অনেক কষ্টের, বেদনার। আমরা আশা করতে ভুলেই গেছি এই বছরে। কিন্তু এত আশাহত ঘটনার মধ্যে নোলক সিনেমার জন্য আমার এই পুরস্কার প্রাপ্তির বিষয়টি ছিল অনেক আনন্দের, উচ্ছ্বাসের। এই অর্জন শুধু আমার নয়, আমি মনে করি আমার চলচ্চিত্র পরিবারের সবার। কারণ আমি চলচ্চিত্র পরিবারেই একজন। তাই আমার কোনো স্বীকৃতি চলচ্চিত্র পরিবারেরই স্বীকৃতি। আমি কৃতজ্ঞ পুরো নোলক পরিবারের কাছে, আমার ভক্ত দর্শকের কাছে। ধন্যবাদ ফিল্ম ফ্যাস্টিভ্যালের আয়োজকদের প্রতি আমার মেধা ও গ্ল্যামারকে গুরুত্ব দিয়ে আমাকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করায়। আমি আগামীতে আরো ভালো গল্পের সিনেমায় এবং চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লøাহ।’ এদিকে ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটি এরই মধ্যে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে আটকে গেছে এই সিনেমাটি। সৈকত নাসির পরিচালিক ‘আকবর’ সিনেমার কাজও দুই দিন করেছিলেন ববি। কিন্তু সেই সিনেমার শুটিংও বন্ধ হয়ে আছে। প্রচার শুরু হবে শিগগরিই ববির নতুন বিজ্ঞাপন এলিট মেহেদী। এটি নির্মাণ করেছেন রাকিব। এদিকে আজ ববির জন্মদিন। তবে জন্মদিনে মা ভিখারুন্নেসা চৌধুরী হক এবং দুই বোন তনিকা ও ছবি পাশে নেই। তারা সবাই আছেন অস্ট্রেলিয়াতে। ববির জীবনের সবচেয়ে প্রিয় মানুষ তার বাবা কে এম ইমামুল হকও নেই। গেলো বছরের ৫ এপ্রিল তিনি ইন্তেকাল করেছেন। তাই এবারের জন্মদিনটি যেন একেবারেই শূন্য শূন্য লাগছে তার কাছে। ববির ভাষ্য মতে, তার বাবা ছাড়া তার জীবনের সব অর্জন আনন্দ অর্ধেক হয়ে গেছে। তবে দীর্ঘ দিন প্রিয় মানুষের সাথে দেখা নেই বিধায় আজ সন্ধ্যায় তিনি তার প্রিয় কিছু মানুষের সাথে জন্মদিনের কিছুটা সময় আনন্দে কাটানোর চেষ্টা করবেন। এদিকে ববি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘রক্তমুখী নীলা’। এটি নির্মাণ করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। এটি কলকাতাতে মুক্তি পায় করোনাক্রান্তিকাল শুরু হওয়ার আগে। বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে আটকে গেছে।

 


আরো সংবাদ



premium cement
ডাবরের পরিবেশনায় বঙ্গ নিয়ে এলো গেম শো ফ্যামিলি ফিউড দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কমরউদ্দিনের ইন্তেকাল নতুন মামলায় সালমান-ইনু-আনিসুলসহ গ্রেফতার ৮ নিরাপত্তা ঝুঁকি বেড়েছে ২ পারের রোহিঙ্গাদের জাবালিয়ায় ইসরাইলি সেনা কর্মকর্তাকে গুলি হামাসের বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের বড় হুমকি রাশিয়া : মেলোনি মুক্তিযোদ্ধার মানহানির ঘটনায় প্রধান উপদেষ্টা কার্যালয়ের নিন্দা গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে মামলা

সকল