প্রবীর মিত্রের খোঁজ রাখেন না কেউ
- বিনোদন প্রতিবেদক
- ১৮ আগস্ট ২০২০, ০৩:০৫
আজ মঙ্গলবার ৭৯ বছরে পা রাখবেন অভিনেতা প্রবীর মিত্র। দীর্ঘ এই জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে চলচ্চিত্রের সাথে। এক যুগের বেশি সময় ধরে তিনি অসুস্থতায় ভুগছেন। অথচ চলচ্চিত্র পরিবারের কেউ তার খোঁজ নেয়নি।
এখন তিনি আছেন রাজধানীর কলাবাগানে মেঝ ছেলে নিপুণের বাসায়। নিপুণ জানালেন, গত দুই বছর ধরে বাবা কানেও খুব কম শুনছেন। মেশিন ব্যবহার করেও কাজ হচ্ছে না। অসুস্থ থাকায় গুণী এই অভিনেতার জন্মদিনে তেমন কোনো আয়োজন রাখা হয়নি এবার। স্ত্রী এবং সন্তান হারানোর বেদনা নীরবে সয়ে সয়ে আজ জীবনের এমন এক সময়ে এসে উপস্থিত হয়েছেন প্রবীর মিত্র যখন নিজেকে ব্যস্ত রাখার জন্য অভিনয় করাটা খুব জরুরি, তখন দুই পায়ের হাঁটুতে সমস্যা দেখা দিলো আরো প্রকট হয়ে। ঘরের মধ্যেই সময় কাটাতে হচ্ছে তাকে। দীর্ঘ ক্যারিয়ারে নিজের অর্জন নিয়ে তিনি বলেন, ‘দর্শকের ভালোবাসাই আমার কাছে সব সময়ই অমূল্য অর্জন। এই ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই আমি।’ অসুস্থ হলেও এখনো অভিনয়ের স্বপ্ন দেখেন তিনি। একটু থেমে বললেন প্রবীর মিত্র, ‘অভিনয়টাই তো পারি, আর তো কিছু পারি না। অভিনয় তো আজীবন করে যেতে চাই। কিন্তু আমার এই অবস্থায় কে আমাকে দিয়ে অভিনয় করাবে? তবে হ্যাঁ, যদি বসে বসে অভিনয় করানোর কোনো ব্যবস্থা থাকে তবে আমি অভিনয় করতে পারব। আবার অল্প একটু হেঁটে হেঁটে অভিনয় করার সুযোগ থাকলে অভিনয় করতে পারব। আমার তো শুধু হাঁটুতেই সমস্যা, বাকিটুকু তো আমি পুরোপুরি সুস্থ।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা