নতুন অনুষ্ঠান নিয়ে আরজে টুটুল
- সাংস্কৃতিক প্রতিবেদক
- ১৭ আগস্ট ২০২০, ০৬:৩১
গতকাল থেকে শুরু হচ্ছে আরজে টুটুলের নতুন শো 'ইয়র ভয়েস উইথ টুটুল।’ শনিবার থেকে বৃহস্পতিবার রেডিওটুডে ৮৯.৬ এফএম-এ রাত ১০টা থেকে রাত ২টা শ্রোতারা কান পাতলেই এই অনুষ্ঠানটি শুনতে পাবেন। একই সাথে এই অনুষ্ঠানের বিশেষ দু'টো সেগমেন্ট 'লাভ লেটার' এবং 'পোস্টমর্টেম'; যা কি না শ্রোতাদের মধ্যে বাড়তি আকর্ষণের সৃষ্টি করবে।
সপ্তাহ শুরু হবে 'লাভ লেটার' দিয়ে, যেখানে একজন শ্রোতা তাঁর প্রিয় মানুষকে উদ্দ্যেশ্য করে প্রেমের চিঠি বা লাভ লেটার লিখে পাঠাতে পারবেন। সেরা চিঠিগুলো আরজে টুটুল তাঁর শো-তে পড়ে শোনাবেন এবং সবচেয়ে সেরা চিঠির জন্য থাকছে গিফট হ্যাম্পার। এছাড়া সপ্তাহের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে থাকছে পুরো সপ্তাহের মূল আয়োজন 'পোস্টমর্টেম'; যেখানে একজন শ্রোতা সরাসরি স্টুডিওতে উপস্থিত থেকে তিনি তাঁর জীবনের টানাপোড়েন কিংবা যেকোন সমস্যার বিস্তারিত গল্প করতে পারবেন। তাঁর সেই গল্পের চুলচেরা বিশ্লেষণ হবে এই বিশেষ সেগমেন্টে। এেেত্র আরজে টুটুলের সাথে কয়েকজন বিশেষজ্ঞ এই শো-তে যুক্ত থাকবেন।
এছাড়াও পুরো সপ্তাহজুড়ে গান, কবিতা, শ্রোতাদের টেক্সট, ফোনকল সবকিছুই থাকবে। মূলত শ্রোতারা যেমন চাইবেন, এই শো তে তা-ই হবে, আর সেই জন্যেই শো-এর নাম 'ইয়ার ভয়েস উইথ টুটুল।’
আরজে টুটুল ২০০৯ সালে রেডিও আমার-এ তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। শ্রোতাপ্রিয় বেশকিছু অনুষ্ঠান তাঁর শুদ্ধ কণ্ঠেই এফএম রেডিও শ্রোতারা শুনেছেন। ২০১৫-তে তিনি দেশের প্রথম প্রাইভেট স্টেশন রেডিওটুডে'তে জয়েন করেন এবং সফলতার সাথে 'এফএম মামা' শো চালিয়ে যান এবং শ্রোতাদের কাছে 'মামা' হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি একই স্টেশনের 'হেড অব প্রোগ্রাম ডেভলপমেন্ট' হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা