২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ডে ভূষিত রহমতুল্লাহ তুহিন

-

রহমতুল্লাহ তুহিন, বাংলাদেশের টিভি নাটকের একজন প্রথিতযশা নাট্যপরিচালক। প্রায় দুই দশক ধরে টিভি নাটক নির্মাণ করে আসছেন গুণী এই নাট্যনির্মাতা। ছোটবেলা থেকেই মঞ্চের সাথে সম্পৃক্ত এই নির্মাতা একসময় নিজেই উদ্যোগী হয়ে নিজেই নির্মাণের সাথে সম্পৃক্ত হয়ে যান। বাংলাদেশের টিভি নাটকের অভিনয়শিল্পীদের কাছে শ্রদ্ধার আর ভালোবাসার নির্মাতার নাম রহমতুল্লাহ তুহিন। শুধু ধারাবাহিক নাটক ‘ক্ষণিকালয়’র জনপ্রিয়তা বিচার করলেই তার গল্প নির্বাচন এবং নির্মাণশৈলী সম্পর্কে দর্শক ধারণা পেতে পারেন খুব সহজেই। এ ছাড়াও তার নির্মিত ধারাবাহিক ‘কাঁকড়া ফুলের মালা’, ‘গন্তব্য নিরুদ্দেশ’, ‘নিউ ইয়র্ক থেকে বলছি’, ‘কক্ষ নম্বর বায়ান্ন’, ‘অন্য সকাল’ দর্শকপ্রিয় ধারাবাহিক হিসেবেই বিবেচিত। এ ছাড়াও খণ্ড নাটকের মধ্যে ‘অহল্লা’, ‘গুগলি’,‘নাগরিক বনফুল’,‘বদলে যাওয়ার গল্প’, ‘শেষ বিকেলের রোদ’,‘মেঘের ওপার’ তার নির্মিত দর্শকপ্রিয় নাটক। নন্দিত এই নির্মাতা এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশনে নির্মাণ করেছেন শর্ট ফিল্ম ‘দ্য ব্র্যান্ড নিউ ফ্রেন্ডসিপ’। গত ২৩ জুলাই রাজধানীর পাবলিক লাইব্রেরিতে ‘ফিল্মস ফর পিস ফাউন্ডেশন’ আয়োজিত ‘পিস ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ ‘দ্য ব্র্যান্ড নিউ ফ্রেন্ডসিপ’ নির্মাণের জন্য স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ডে ভূষিত হন। এর আগে নাটক নির্মাণের জন্য আরো বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছেন তিনি। তবে চলচ্চিত্র নির্মাণের জন্য এবারই প্রথম পুরস্কৃত হলেন। তুহিন ভালো গল্প ছাড়া নাটক নির্মাণ করেন না। বর্তমান নাটকের গল্প এবং পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে তুহিন বলেন, ‘একটি পুরস্কার পরবর্তী কাজ আরো ভালো করার ক্ষেত্রে উৎসাহ বহুগুণে বাড়িয়ে দেয়।


আরো সংবাদ



premium cement
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকার করলেন আইন উপদেষ্টা পদত্যাগে প্রস্তুত আছি : জেলেনেস্কি মেধাবীরা ঝরে যেতে থাকলে অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে : হাসনাত আব্দুল্লাহ মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ ও অপতথ্য সম্পর্কে আইএসপিআরের প্রতিবাদ যেকোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন এলাকায় সংঘর্ষ : যুবক নিহত, আহত ১৫ কাঁঠালিয়ায় ধর্ষণ ছিনতাই বন্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’কে ‘গ’ শ্রেণিভুক্ত হিসেবে ঘোষণা অধিনায়কের বিদায়ে চাপে বাংলাদেশ বিশ্বব্যাপী কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনে অবদান রাখছে গাকৃবি : ভিসি সালমান ও তার পরিবার-সহযোগীদের ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

সকল