০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সেভ লাইফে সুবর্ণা

-

নাম তার সুবর্ণা মজুমদার। বেশ কয়েক বছর অভিনয়ে বিরতির পর আবারো অভিনয়ে ফিরেছেন তিনি। নিজের নাম সুবর্ণা বলেই যে তার প্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এমনটি নয়। সুবর্ণা মুস্তাফার অভিনয় ছোটবেলা থেকেই তার ভীষণ ভালোলাগে বিধায় তার প্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সুবর্ণা জানেন সুবর্ণা মুস্তাফার মতো অভিনয় কোনো দিনই তারপক্ষে করা সম্ভব নয় কিন্তু তারপরও অভিনয়ে নিজেকে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে গড়ে তোলার চেষ্টা আছে তার। নাট্যাভিনেতা ওবিদ রেহান তার খুব ভালো বন্ধু। তারই সহযোগিতায় প্রথমবারের মতো সিনেমাতে অভিনয় করছেন সুবর্ণা মজুমদার। কাজী আমিরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ লাইফ’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সুবর্ণা। এরই মধ্যে সুবর্ণা ও তার বন্ধু ওবিদ রেহান ‘সেভ লাইফ’র শুটিংয়ে অংশ নিয়েছেন। সুবর্ণা মজুমদার বলেন, ‘অভিনয়ে আমার আদর্শ সুবর্ণা মুস্তাফা। টিভি পর্দায় তার অভিনয় দেখেই নিজেকে অভিনেত্রী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি আমি। এবারই প্রথম আমি সিনেমায় অভিনয় করছি। এ কারণে আমি কৃতজ্ঞ আমার বন্ধু ওবিদ রেহানের কাছে। তার কারণেই সেভ লাইফ সিনেমায় নিজেকে যুক্ত করতে পেরেছি।’ আজ তিনি সাইফুলের নির্দেশনায় ‘হিল্যা বিয়ে’ নাটকে অভিনয় করবেন। নাটকের গল্পে তারই হিল্যা বিয়ে হবে। সুবর্ণা মজুমদার হানিফ সঙ্কেতের ‘ইত্যাদি’ ও ‘পাঁচফোড়নের’ নিয়মিত অভিনয় শিল্পী। অভিনয়ের আঙ্গিনায় ফেনীর মেয়ে সুবর্ণার অভিষেক হয় দেবাশীষ বড়–য়া দীপের নির্দেশনায় ‘ঘটক পাখি ভাই’ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর তিনি সাদেক সিদ্দিকী, জাহিদ হাসান, চন্দন চৌধুরী, আল হাজেনসহ আরো অনেকের নাটকেই অভিনয় করেছেন। বতর্মানে তিনি শামীম জামানের ‘চাটাম ঘর’, ‘মওকা মালয়েশিয়া’ ও সালাহ উদ্দিনের ‘মায়া মসনদ’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। সুবর্ণা মজুমদার রাজধানীর পান্থপথের ‘সোনারগাঁও বিশ্ববিদ্যালয়’-এ আইন বিষয়ে মাস্টার্স করছেন।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement
মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের নির্দেশ সাফা মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি আল আমিন শান্তিতে ঘুমাতে চাইলে অবৈধ ইসরাইলিদের ফিলিস্তিন ত্যাগ করতে হবে : ইয়েমেন কিশোরগঞ্জে উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন বিষয়ে মতবিনিময় কুয়কাটায় শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘পর্যটন মেলা’ প্লাস্টিকের বোতল স্বাস্থ্য এবং পরিবেশগত সমস্যা সৃষ্টি করছে স্ত্রীসহ সাবেক এমপি শিখরের নামে দুদকের দুই মামলা খালেদা জিয়ার বিদেশ যাত্রা : ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড় সিলেটে তাফসির মাহফিল বৃহস্পতিবার, প্রধান আলোচক মিজানুর রহমান আজহারি রংপুরের পাঁচে পাঁচ, ঢাকার টানা চার হার কুয়েটে ১০৬৫ আসনের বিপরীতে ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী

সকল