২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`
সেগ অ্যাওয়ার্ডস ২০২৫

কনক্লেভ ও মুরের জয় অস্কারের দৌড়ে উত্তেজনা

কনক্লেভ ও মুরের জয় অস্কারের দৌড়ে উত্তেজনা -

২০২৫ সালের সেগ (স্ক্রিন অ্যাকটর্স গিল্ড) অ্যাওয়ার্ডস রোববার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে, যেখানে গত বছরের সেরা চলচ্চিত্র এবং টিভি পারফরম্যান্সগুলোকে সম্মানিত করা হয়েছে। এই আয়োজন অস্কারের দৌড়ের এক গুরুত্বপূর্ণ ধাপ এবং বিজয়ীরা পরবর্তী সপ্তাহে অনুষ্ঠিত অস্কার পুরস্কার অনুষ্ঠানে কে জয়ী হতে পারেন, তা নিয়ে নতুন আভাস প্রদান করেছে।
সেরা চলচ্চিত্র বিভাগে, ‘কনক্লেভ’ ছবি সেরা এনসেম্বল কাস্ট হিসেবে পুরস্কৃত হয়েছে। এই ছবিটি, যা রোমে কিছু চাঞ্চল্যকর এবং ষড়যন্ত্রকারী কার্ডিনালদের গল্প নিয়ে তৈরি, সেগ অ্যাওয়ার্ডসে অন্যতম প্রধান বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে। কনক্লেভের জন্য পুরস্কার গ্রহণ করেন ব্রিটিশ অভিনেতা রালফ ফাইন্স, যিনি পরিচালক এডওয়ার্ড বার্জারের প্রতি তার ধন্যবাদ জ্ঞাপন করেন।

অস্কারের দৌড়ে টিমোথি চালামেটের পারফরম্যান্সে নতুন আশা দেখা গেছে। চালামেট ‘এ কমপ্লিট আননোন’ ছবিতে বব ডিলানের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন, যা তাকে অস্কার পুরস্কারের দৌড়ে এগিয়ে রেখেছে। তিনি তার বক্তৃতায় বলেন, ‘এটি ছিল আমার পাঁচ বছরের জীবনের একটি অমূল্য অভিজ্ঞতা এবং বব ডিলানকে অভিনয় করা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান।’
অন্যদিকে, সেরা অভিনেত্রী হিসেবে ডেমি মুর ‘দ্য সাবস্ট্যান্স’ ছবিতে তার অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন। ছবিতে তিনি একটি বয়সী অ্যারোবিক্স প্রশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন, যে কালো বাজারে বিক্রি হওয়া একটি ওষুধ নিয়ে তার বয়স কমাতে চায়। মুর তার পুরস্কার গ্রহণ করে বলেন, ‘আমার প্রথম সেগ কার্ড পাওয়ার পর আমার জীবন বদলে গিয়েছিল, এটি আমার জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল।’

সহ-অভিনেতা বিভাগে, কিয়ারেন কালকিন তার পারফরম্যান্স ‘এ রিয়েল পেইন’ ছবিতে সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন। কালকিন তার পুরস্কার গ্রহণের সময় এক হাস্যরসাত্মক বক্তৃতা দেন এবং তার পরিচালক জেসি আইজেনবার্গের বোনকে ধন্যবাদ জানান, যিনি তাকে ছবিটির জন্য পরামর্শ দিয়েছিলেন।
সেরা সহ-অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন জো স্যালডানা, ‘এমিলিয়া পেরেজ’ ছবির জন্য, যা একটি স্প্যানিশ ভাষার মিউজিক্যাল যেখানে তিনি একজন মেক্সিকান মাদক সম্রাটের চরিত্রে অভিনয় করেছেন।
অ্যাকশন পারফরম্যান্স বিভাগে সেরা স্টান্ট এনসেম্বল হিসেবে পুরস্কৃত হয়েছে ‘দ্য ফাল গাই’ সিনেমা, যা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ এবং ‘ডিউন : পার্ট টু’কে হারিয়ে জয়ী হয়েছে।
টিভি বিভাগে, ‘শোগুন’ সিরিজটি সেরা ড্রামা সিরিজ এনসেম্বল হিসেবে পুরস্কৃত হয়েছে এবং তার অভিনেতা হিরোইউকি সানাদা ও অভিনেত্রী আন্না সাওই যথাক্রমে সেরা ড্রামা অভিনেতা ও সেরা ড্রামা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন।


আরো সংবাদ



premium cement
ময়মনসিংহে কাঁঠাল গাছের উপর থেকে শিশুর লাশ উদ্ধার পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ শাখার সাবেক সভাপতি গ্রেফতার একজন হজযাত্রীও যেন ভোগান্তির শিকার না হন : প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নয় জাতীয় নির্বাচনের জন্য লড়াই করেছি : মির্জা আব্বাস সশস্ত্র বাহিনীতে যথাযথ মর্যাদায় প্রথমবারের মতো পালিত হলো ‘জাতীয় শহীদ সেনা দিবস’ দিগন্ত টেলিভিশনের সাবেক ক্যামেরাপারসন নাসিরুল আলমের ইন্তেকাল পিরোজপুরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটটি নিষ্পত্তির আহ্বান এনডিএফ’র সংস্কারের জারিগান নয়, এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার : গয়েশ্বর চন্দ্র রায় প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির আন্তঃসংযোগ ব্যাংকের আমানত ও বিনিয়োগ পরিস্থিতি

সকল