২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

ঘিওরে শেষ হলো তিন দিনব্যাপী নাট্যোৎসব

-

মানিকগঞ্জের ঘিওরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী মঞ্চ নাট্যোৎসব।
গত শনিবার রাতে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা এলাকায় অনুষ্ঠিত এই উৎসবের মাধ্যমে শেষ হলো মিলনমেলা। ঐতিহ্যবাহী জাবরা নবারুণ সংঘের ৬২ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় মাঠে এই নাট্যানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় গত বৃহস্পতিবার। প্রদর্শিত নাটকগুলোতে কয়েক হাজার নারী-পুরুষ উপভোগ করেন। নাটকগুলো ছিল ‘একখণ্ড জমি’, ‘ভস্ম’ ও ‘কুলাঙ্গার’, যা দেশের আন্দোলন-সংগ্রাম, সমাজ পরিবর্তন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের অধিকার আদায়ের কাহিনী নিয়ে নির্মিত। এছাড়া, নাচ, গান এবং রম্য অভিনয়ে প্রাণবন্ত হয়ে উঠেছিল মঞ্চস্থল।

নাটকে অভিনয় করেছেন রায়হান জহির, চলচ্চিত্র অভিনেত্রী শাকিরা, মো: শামীম মিয়া, সবুজ হাকিম, মো: রাশিদুজ্জামান শাকিল, সেঁজুতি, আওয়াল, ডাবলু, ইমু, রাজসহ আরো অনেকে।
নাটক তিনটি পরিচালনা করেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব রায়হান জহির ও মো: হাকিম খান। নাট্য প্রদর্শনে সার্বিক সহযোগিতায় ছিল- জাবরা মুসলিম যুবক সমিতি ও বানিয়াজুরী ইউনিয়ন এলাকাবাসী।
নাটকের পরিচালক রায়হান জহির ও মো: হাকিম খান বলেন, সামাজিক অভিঘাত তুলে ধরে মানুষের মুক্তচিন্তা ও মূল্যবোধকে জাগ্রত করার প্রয়াস করা হয়েছে নাটকগুলোতে। নাট্য প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবরা নবারুণ সংঘের সভাপতি মো: শামীম মিয়া। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়াল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো: আবুল কালাম খান।


আরো সংবাদ



premium cement
নোবিপ্রবির সাথে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর ময়মনসিংহে কাঁঠাল গাছের উপর থেকে শিশুর লাশ উদ্ধার পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ শাখার সাবেক সভাপতি গ্রেফতার একজন হজযাত্রীও যেন ভোগান্তির শিকার না হন : প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নয় জাতীয় নির্বাচনের জন্য লড়াই করেছি : মির্জা আব্বাস সশস্ত্র বাহিনীতে যথাযথ মর্যাদায় প্রথমবারের মতো পালিত হলো ‘জাতীয় শহীদ সেনা দিবস’ দিগন্ত টেলিভিশনের সাবেক ক্যামেরাপারসন নাসিরুল আলমের ইন্তেকাল পিরোজপুরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটটি নিষ্পত্তির আহ্বান এনডিএফ’র সংস্কারের জারিগান নয়, এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার : গয়েশ্বর চন্দ্র রায় প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির আন্তঃসংযোগ

সকল