২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

মেহজাবীনের গায়েহলুদের ছবি ফাঁস

মেহজাবীনের গায়েহলুদের ছবি ফাঁস -

রোববার ঢাকার অদূরে একটি রিসোর্টে সম্পন্ন হয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গায়েহলুদ অনুষ্ঠান। গতকাল অভিনেত্রী বসবেন বিয়ের পিড়িতে। হবু স্বামী আদনান আল রাজীব পেশায় প্রযোজক ও পরিচালক। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেম ও বিয়ের গুঞ্জন ছিল। অবশেষে চার হাত এক হতে যাচ্ছে।
এদিকে, মেহজাবীনের গায়েহলুদের ছবি প্রকাশ নিয়ে কড়া নিষেধাজ্ঞা ছিল। আমন্ত্রিত অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল যেন কেউ কোনো ছবি না তোলেন। মাইকে বারবার ঘোষণা করা হয়। তবে, এত কড়াকড়ির পরেও ফাঁস হয়েছে মেহজাবীন চৌধুরীর গায়েহলুদের একাধিক ছবি!
জানা গেছে, আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে কোনো স্থিরচিত্র পোস্ট করেননি। তবে, এত কড়াকড়িতেও শেষরক্ষা হয়নি। ঢাকার অদূরে অনুষ্ঠিত সেই গায়েহলুদ অনুষ্ঠানের একাধিক ছবি নিকটজনদের ইনবক্সে চলে এসেছে। এসব ছবিতে মেহজাবীনের সাথে তার প্রযোজক ও পরিচালক বর আদনান আল রাজীবকেও দেখা গেছে। দুজনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় এবং তাদের পেছনে বাদ্যযন্ত্রীদের একটি দল ছিল। মাইক্রোফোন হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে দু’জনকে।

ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়েহলুদের অনুষ্ঠান হয় লাক্স তারকা মেহজাবীনের। রোববার বেলা ১১টা থেকে অনুষ্ঠান শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত চলেছে। মেহজাবীনের বর প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন ছিল। সেই গুঞ্জন সত্যি হয়ে উঠেছে তাদের আনুষ্ঠানিক বিয়ের ঘোষণার মাধ্যমে।
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব প্রায় সাত বছর ধরে প্রেম করছেন। এটি বিনোদন অঙ্গনে প্রায় একটি ‘ওপেন সিক্রেট; ছিল, তবে তারা কখনোই এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেননি। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তারা ব্যক্তিগত জীবনের এই বিষয়টি এড়িয়ে গেছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকার অদূরে ওই রিসোর্টে কয়েক দিন ধরে প্রস্তুতি চলছিল। রোববার সকাল থেকেই সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের লোকজন উপস্থিত হতে শুরু করেন। বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠজনরা অনুষ্ঠানে অংশ নেন, তাদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ। একই স্থানে আজ তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।

 


আরো সংবাদ



premium cement
চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতহানির ঘটনায় গ্রেফতার আরো ২ কুলাউড়ায় যুবলীগ নেতার কবল থেকে ১২ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাদকের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে : রংপুর ডিসি ইউক্রেনের বিষয়ে জাতিসঙ্ঘের প্রস্তাবে রাশিয়ার পক্ষ নিলো যুক্তরাষ্ট্র বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারতের ইসকন নেতার মামলা নাকচ সরকারি ক্রয়খাতের ত্রিপক্ষীয় আঁতাতে বাজার দখলের প্রাতিষ্ঠানিকীকরণ : টিআইবি শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যেতে হবে : শিক্ষা উপদেষ্টা সেনা হত্যার বিচার না হলে জাতি দায়মুক্ত হবে না : সেলিম উদ্দিন রাজশাহীগামী চলন্ত বাসে ধর্ষণের ঘটনাটি সঠিক নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘বেগম খালেদা জিয়া মেডিক্যাল কলেজকে স্বনামে ফেরত দিতে হবে’ পিলখানা হত্যাকাণ্ডের সাথে বিদেশী শক্তি অবশ্যই জড়িত : মেজর হাফিজ

সকল