২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

বিয়ে করলেন শাকিলা পারভীন

-

দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন বিমান বাংলাদেশ’র কেবিন ক্রু’ আরবিন খান সোহানকে বিয়ে করেছেন। গত ২৩ ফেব্রুয়ারি মূলত শাকিলা পারভীন ও আরবিন খান সোহানের অ্যানগেজমেন্ট হবার কথা ছিল। কিন্তু শাকিলার বাবা দীর্ঘদিন ধরেই ভীষণ অসুস্থ। তাই তার বাবার দিকটা বিবেচনা করেই পাত্র পক্ষ ২৩ ফেব্রুয়ারি অনেকটা হঠাৎ করেই আকদ করে ফেলেন। শাকিলা পারভীন ও আরবিন সোহানের পরিচয় দীর্ঘ আট বছর ধরে। দু’জন দু’জনকে জানতেন চিনতেন ভালোবাসতেন। সেই ভালোলাগা থেকেই দু’জন হয়ে গেলেন দু’জনার। আরবিন সোহানকে স্বামী হিসেবে পেয়ে ভীষণ খুশি শাকিলা পারভীন। শাকিলা পারভীন বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে জীবনসঙ্গী হিসেবে আরবিনকে আমার জীবনের সাথে সম্পৃক্ত করেছেন। আমি যে সত্যিই কতটা খুশি তা ভাষায় প্রকাশ করতে পারব না। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন ভালো রাখেন আর আমরা যেন সুখে দুঃখে সারাটি জীবন একসাথে কাটিয়ে দিতে পারি। আরবিন খুব ভালো মনের একজন মানুষ। আমাকে খুব বুঝে। এমন মানুষ অনেকেরই আরাধনার। আমিও তাকে অনেক আরাধনা করেই পেয়েছি।’ শাকিলা পারভীন সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০২৮ সালে ‘তোর মন পাড়ায়’ গানটিতে মডেল হয়ে। এরপর আরো বহু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। সর্বশেষ তার অভিনীত আলোচিত নাটক ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অনবদ্য অভিনয় করেছেন।
নাটকটি নির্মাণ করেছেন মেহেদী রনি। নাটকটি রচনা করেছেন রাজীবুল ইসলাম রাজীব। ১৯ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত এই নাটকটি এরই মধ্যে ১১ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় যুবলীগ নেতার কবল থেকে ১২ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাদকের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে : রংপুর ডিসি ইউক্রেনের বিষয়ে জাতিসঙ্ঘের প্রস্তাবে রাশিয়ার পক্ষ নিলো যুক্তরাষ্ট্র বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারতের ইসকন নেতার মামলা নাকচ সরকারি ক্রয়খাতের ত্রিপক্ষীয় আঁতাতে বাজার দখলের প্রাতিষ্ঠানিকীকরণ : টিআইবি শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যেতে হবে : শিক্ষা উপদেষ্টা সেনা হত্যার বিচার না হলে জাতি দায়মুক্ত হবে না : সেলিম উদ্দিন রাজশাহীগামী চলন্ত বাসে ধর্ষণের ঘটনাটি সঠিক নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘বেগম খালেদা জিয়া মেডিক্যাল কলেজকে স্বনামে ফেরত দিতে হবে’ পিলখানা হত্যাকাণ্ডের সাথে বিদেশী শক্তি অবশ্যই জড়িত : মেজর হাফিজ ইরাকের আদমশুমারির ফল ঘোষণা, জনসংখ্যা ৪ কোটি ৬১ লাখ

সকল