২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

বিয়ে করলেন শাকিলা পারভীন

-

দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন বিমান বাংলাদেশ’র কেবিন ক্রু’ আরবিন খান সোহানকে বিয়ে করেছেন। গত ২৩ ফেব্রুয়ারি মূলত শাকিলা পারভীন ও আরবিন খান সোহানের অ্যানগেজমেন্ট হবার কথা ছিল। কিন্তু শাকিলার বাবা দীর্ঘদিন ধরেই ভীষণ অসুস্থ। তাই তার বাবার দিকটা বিবেচনা করেই পাত্র পক্ষ ২৩ ফেব্রুয়ারি অনেকটা হঠাৎ করেই আকদ করে ফেলেন। শাকিলা পারভীন ও আরবিন সোহানের পরিচয় দীর্ঘ আট বছর ধরে। দু’জন দু’জনকে জানতেন চিনতেন ভালোবাসতেন। সেই ভালোলাগা থেকেই দু’জন হয়ে গেলেন দু’জনার। আরবিন সোহানকে স্বামী হিসেবে পেয়ে ভীষণ খুশি শাকিলা পারভীন। শাকিলা পারভীন বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে জীবনসঙ্গী হিসেবে আরবিনকে আমার জীবনের সাথে সম্পৃক্ত করেছেন। আমি যে সত্যিই কতটা খুশি তা ভাষায় প্রকাশ করতে পারব না। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন ভালো রাখেন আর আমরা যেন সুখে দুঃখে সারাটি জীবন একসাথে কাটিয়ে দিতে পারি। আরবিন খুব ভালো মনের একজন মানুষ। আমাকে খুব বুঝে। এমন মানুষ অনেকেরই আরাধনার। আমিও তাকে অনেক আরাধনা করেই পেয়েছি।’ শাকিলা পারভীন সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০২৮ সালে ‘তোর মন পাড়ায়’ গানটিতে মডেল হয়ে। এরপর আরো বহু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। সর্বশেষ তার অভিনীত আলোচিত নাটক ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অনবদ্য অভিনয় করেছেন।
নাটকটি নির্মাণ করেছেন মেহেদী রনি। নাটকটি রচনা করেছেন রাজীবুল ইসলাম রাজীব। ১৯ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত এই নাটকটি এরই মধ্যে ১১ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।


আরো সংবাদ



premium cement
ময়মনসিংহে কাঁঠাল গাছের উপর থেকে শিশুর লাশ উদ্ধার পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ শাখার সাবেক সভাপতি গ্রেফতার একজন হজযাত্রীও যেন ভোগান্তির শিকার না হন : প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নয় জাতীয় নির্বাচনের জন্য লড়াই করেছি : মির্জা আব্বাস সশস্ত্র বাহিনীতে যথাযথ মর্যাদায় প্রথমবারের মতো পালিত হলো ‘জাতীয় শহীদ সেনা দিবস’ দিগন্ত টেলিভিশনের সাবেক ক্যামেরাপারসন নাসিরুল আলমের ইন্তেকাল পিরোজপুরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটটি নিষ্পত্তির আহ্বান এনডিএফ’র সংস্কারের জারিগান নয়, এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার : গয়েশ্বর চন্দ্র রায় প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির আন্তঃসংযোগ ব্যাংকের আমানত ও বিনিয়োগ পরিস্থিতি

সকল