২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

২৯ বছর পর হেনা-বকুলের দেখা

২৯ বছর পর হেনা-বকুলের দেখা -

একটি সংলাপ কিভাবে মনের গভীরে প্রভাব ফেলতে পারে, তা ফের প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘চাচা, হেনা কোথায়?’—সম্প্রতি এই সংলাপটি আবারও ভাইরাল হয়ে উঠেছে, যার কারণে সারা নেট দুনিয়ায় আলোচনার ঝড় উঠেছে। এই সংলাপটি প্রথম প্রচারিত হয়েছিল ১৯৯৬ সালের জনপ্রিয় বাংলা সিনেমা ‘প্রেমের সমাধি’-তে, যেখানে নায়ক বকুল (বাপ্পারাজ) তাঁর প্রেমিকা হেনা (শাবনাজ)-এর সঙ্গে দেখা করতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন। তখন তাঁর মুখে উঠে আসে সেই অমর প্রশ্ন: ‘চাচা, হেনা কোথায়?’
সিনেমার সেই দৃশ্যে, বকুল যখন জানতে পারেন হেনার বিয়ে হয়ে গেছে, তখন তাঁর হৃদয়ভাঙা প্রতিক্রিয়া ছিল একেবারে আবেগঘন। ‘না, না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না।’ এই সংলাপটি এক অবর্ণনীয় বিষাদ সৃষ্টি করেছিল দর্শকদের মাঝে, যা আজও অনেকের মনে জীবিত।
এই সংলাপটি আবারও উঠে এসেছে, কিন্তু এবারের কাহিনি বাস্তবে! ২৯ বছর পর, সেই বকুল-হেনার জুটি আবারও একে অপরের সামনে এসেছেন। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন—হেনা চরিত্রের অভিনেত্রী শাবনাজ ও বকুল চরিত্রের অভিনেতা বাপ্পারাজ একত্রিত হন এক সামাজিক আড্ডায়। এই বিশেষ সাক্ষাতে বাপ্পারাজ, শাবনাজকে দেখে আবেগে ভাসেন, আর নাঈম (শাবনাজের স্বামী) তাঁকে মজার ছলে বলেন, ‘বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেছিস। হেনার তো আমার সঙ্গে অনেক আগে বিয়ে হয়ে গেছে।’ তখন বাপ্পারাজ শুদ্ধ সিনেমার কাহিনিতে ফিরে গিয়ে সুর তুলেন, ‘না, আমি বিশ্বাস করি না!’ ঠিক যেন সেই পুরনো দৃশ্যের পুনরাবৃত্তি। এদিন টাঙ্গাইলের সাহেববাড়িতে এক আড্ডায় এই মঞ্চে ছিলেন নাঈম, শাবনাজ, বাপ্পারাজসহ অন্যান্য তারকা। সেখানে হাসি-গান, গল্পে পুরো দিনটি ছিল এক রোমাঞ্চকর সময়, এবং তাদের পুনর্মিলন সিনেমার সেই বিখ্যাত দৃশ্যের কথা মনে করিয়ে দেয়, যেখানে দুই প্রেমিকের হৃদয় বিদীর্ণ হয়ে যায়। এতদিন পর, যেন সত্যিই ‘হেনাকে খুঁজে পেয়েছে বকুল’, এমনই মন্তব্যে সয়লাব হয়েছে সোশ্যাল মিডিয়া।


আরো সংবাদ



premium cement
পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে তরুণীর লাশ উদ্ধার পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সকল