জেমস বন্ড দিয়ে অ্যামাজন কী করবে
- সাকিবুল হাসান
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
জেমস বন্ড সিরিজের ভবিষ্যৎ নিয়ে গত কয়েক বছর ধরে নানা জল্পনা-কল্পনা ছিল। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ ছবির পর, সিরিজের দীর্ঘদিনের প্রযোজক বারবারা ব্রকোলি এবং মাইকেল জি উইলসনের অধীনে কোনো নতুন সিনেমা তৈরি হয়নি। তবে সম্প্রতি আমাজন ঘোষণা করেছে, তারা এমজিএম কোম্পানিটি কেনার মাধ্যমে জেমস বন্ড ব্র্যান্ডের পুরো ক্রিয়েটিভ কন্ট্রোল গ্রহণ করেছে, যা ফ্র্যাঞ্চাইজির নতুন দিগন্ত খুলে দিতে পারে।
আমাজন কী করবে?
২০২১ সালে এমজিএম কেনার পর, আমাজন ব্রকোলি এবং উইলসনের নেতৃত্বে থাকা জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যত নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে এখন স্পষ্ট যে, আমাজন পুরোপুরি বন্ড সিরিজের ওপর নিয়ন্ত্রণ নিতে চলেছে। ল্যান্সেলট নারায়ণ, একজন জেমস বন্ড ইতিহাসবিদ। তিনি বলেন, ‘আমাজন হয়তো ফ্র্যাঞ্চাইজির বাইরে আরও কিছু নতুন তৈরি করতে চাইবে। তবে তারা স্টার ওয়ার্স বা মার্ভেলের মতো অতিরিক্ত বিস্তার করবে কিনা, সেটা দেখার বিষয়।’
আরও স্পিন-অফ সিরিজ?
আমাজনের অধীনে, বন্ডের চরিত্র এবং তার ভিলেনদের ওপর ভিত্তি করে আরও স্পিন-অফ সিরিজ আসতে পারে। জস, অডজব, ব্লোফেল্ড-এই ধরনের বিখ্যাত চরিত্রগুলোকে কেন্দ্র করে নতুন সিনেমা বা টিভি শো হতে পারে, যা বন্ড ব্র্যান্ডকে আরও সম্প্রসারণ করবে। তবে, এতে কি সিরিজের মূল আকর্ষণ ক্ষতিগ্রস্ত হবে, তা নিয়ে নানা মতামত রয়েছে। ডেভিড জারিটস্কি, দ্য বন্ড এক্সপেরিয়েন্স ইউটিউব চ্যানেলের স্রষ্টা। তিনি বলেন, ‘আমাজন এমন কিছু তৈরি করবে যা নতুন দৃষ্টিকোণ থেকে বন্ডকে উপস্থাপন করবে, তবে আমি আশা করি তারা অতিরিক্ত প্রসারণ করবে না।’
ব্রকোলির ঐতিহ্য ও নতুন পথ
বারবারা ব্রকোলি দীর্ঘদিন ধরে জেমস বন্ডের সুরক্ষা নিশ্চিত করেছেন। তবে এখন প্রশ্ন হলো, আমাজন কি ঐতিহ্য রক্ষা করতে পারবে, নাকি বাণিজ্যিক লাভের দিকে বেশি মনোযোগী হবে? অনেকেই উদ্বিগ্ন যে, অতিরিক্ত স্পিন-অফ এবং দ্রুত কাজ করার কারণে বন্ডের ঐতিহ্য হারিয়ে যাবে। গ্রিফিন শিলার, ফিল্ম স্পিক-এর প্রতিষ্ঠাতা, টুইট করে বলেন, ‘এটি সম্ভবত সবচেয়ে খারাপ সিদ্ধান্ত হতে যাচ্ছে। জেমস বন্ড ছিল মর্যাদাপূর্ণ এবং ক্লাসিক, কিন্তু এখন এটি শোষণ হতে চলেছে।’
ভক্তদের উদ্বেগ এবং আশা
অন্যদিকে, অনেক ভক্ত নতুন সুযোগের দিকে আশাবাদী। তারা মনে করেন, আমাজন দ্রুত কিছু নতুন তৈরি করতে চাইবে যা বন্ড সিরিজের জন্য এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। ডেভিড জারিটস্কি আরও বলেন, ‘আমাজন ধৈর্যহীন, তারা নিষ্ক্রিয়তা পছন্দ করে না। তারা খুব দ্রুত কিছু করতে চাইবে।’
এখন, জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ আমাজনের হাতে। তাদের সিদ্ধান্ত গুলোই ঠিক করবে, বন্ড সিরিজ কীভাবে আধুনিক দুনিয়ার সঙ্গে মানানসই হবে এবং ঐতিহ্য রক্ষা করবে। ফ্র্যাঞ্চাইজির অতিরিক্ত প্রসারণ বা নতুন চরিত্রের প্রতি মনোযোগী হওয়া, সেটা ভক্তদের জন্য উত্তেজনার কারণ হতে পারে, আবার একে অনেকেই মন্দ চোখে দেখতে পারেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা