২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

হৈ চৈ ফেলে দিয়েছে অপূর্ব-নীহার ‘মনদুয়ারী’

হৈ চৈ ফেলে দিয়েছে অপূর্ব-নীহার ‘মনদুয়ারী’ -

ভালোবাসা দিবসে এবার যত নাটক প্রচারে এসেছে এবং প্রচারে আসার আগে যত নাটক দর্শকের কাছে আলোচনায় ছিল তার মধ্যে অপূর্ব নীহা অভিনীত ‘মনদুয়ারী’ নাটকই ছিল সবদিক দিয়ে আলোচনায়। প্রধানত দু’টি কারণ। এক, প্রথমবার এই নাটকে একসঙ্গে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা। দ্বিতীয়ত নাটকটি নির্মাণ করেছেন বাংলাদেশে এই সময়ে রোমান্টিক গল্পের নাটক নির্মাণে অন্যতম একজন সেরা নির্মাতা জাকারিয়া শৌখিন। ‘মনদুয়ারী’র জন্য দর্শকের যেন অপেক্ষা আর সহ্যই হচ্ছিল না। কারণ সবাই মনে করেছিলেন যে ‘মনদুয়ারী’ প্রচারে আসবে ভালোবাসা দিবসে। কিন্তু ভালোবাসা দিবসের চার দিন পর অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি ‘সিএমভি’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নাটকটি। নাটকটি প্রকাশের পর এই নাটক নিয়ে দর্শকের মধ্যে বেশ হৈ চৈ পড়ে যায়। কারণ নাটকের গল্প, নাটকের লোকেশন, নাটকে বিশেষত অপূর্বর অন্যরকম উপস্থিতি এবং বিগত দিনে নাজনীন নীহা যত নাটকে অভিনয় করেছেন তার মধ্যে ‘মনদুয়ারী’তে সেরা পারফরম্যান্স, নাটকের সংলাপ, ব্যাকগ্রাউ- মিউজিক, দিলারা জামানসহ নাটকের অন্যান্য শিল্পীর অভিনয়-সবমিলিয়ে যেন মন দুয়ারী হয়ে উঠেছে দর্শকের কাছে ভীষণ ভালোলাগার এক নাটক। নাটকটি এরই মধ্যে ৩৩ লাখেরও (২০ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত) বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। বাংলা নাটকের ইতিহাসে ‘মনদুয়ারী’ও যে আরেকটি মাইলফলক নাটক হতে যাচ্ছে তা যেন এখন থেকেই বুঝা যাচ্ছে। ‘মনদুয়ারী’ নাটকটি দেখার পর অনেক দর্শকই বলছেন, ‘মন দুয়ারী’ সিনেমা হলে মুক্তি দেয়া যেতে পারত। কারণ এক ঘণ্টা পঁয়ত্রিশ মিনিট ব্যাপ্তির এই নাটকটি অনায়াসে সিনেমা হলেও মুক্তি দেয়া যেত। অবশ্য তাতে কিছুটা হলেও আভাস পাওয়া যাচ্ছে যে হয়তো আগামী কিছুদিনের মধ্যেই নির্মাতা জাকারিয়া শৌখিন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এবং এই নির্মাতার প্রতি আস্থা রাখা যায় যে তিনি সিনেমা নির্মাণেও সফল হবেন। নাটকটি প্রচারে আসার পর নাটকের অন্যতম প্রধান দুই চরিত্রে অভিনয় করা অপূর্ব ও নীহা দু’জনেই অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। অপূর্ব এই মুহূর্তে সুদূর আমেরিকায় আছেন। অপূর্ব বলেন, ‘দর্শকের প্রতিই সবসময়ই কৃতজ্ঞতা ভালোবাসা। কারণ তাদের ভালোলাগার কথা বিবেচনা করেই আমি সবসময়ই ভালো গল্পে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করি। নিজেকে যতোটা ভেঙ্গে চুরে নতুনভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টাটাই আমার থাকে। মন দুয়ারীর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ধন্যবাদ জাকারিয়া শৌখিন, দিলারা মা, নাজনীন নীহা’সহ নাটকে আমার সব সহশিল্পী, ইউনিটের সবাইকে।


আরো সংবাদ



premium cement