২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

দু’জনেরই আগ্রহ চলচ্চিত্র নির্মাণে

দু’জনেরই আগ্রহ চলচ্চিত্র নির্মাণে -

ফাল্গুনী হামিদ, এদেশের বরেণ্য একজন অভিনেত্রী, নাট্যকার ও নাট্যনির্দেশক। অভিনয় জীবনেরও আগে তিনি সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত ছিলেন। একজন অভিনেত্রী হিসেবে তিনি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন বহু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে। মঞ্চদল ‘নাট্যচক্র’র হয়েও তিনি অনেক মঞ্চ নাটকেও অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। ফাল্গুনী হামিদেরই মেয়ে জনপ্রিয় অভিনেত্রী তনিমা হামিদ। পরিণত বয়সে এসে তনিমা হামিদ যখন অভিনয় শুরু করলেন তখন অনেক দর্শকই মনে করতেন তনিমা হামিদ প্রয়াত নায়ক বুলবুল আহমেদ ও প্রয়াত অভিনেত্রী শর্মিলী আহমেদের মেয়ে। কিন্তু তনিমার মা ফাল্গুনী হামিদ ও বাবা ম. হামিদ। রাজধানীর আফতাব নগরে অবস্থিত ‘ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি’র অর্থনীতি বিভাগের ‘ইমার্জেন্স অব বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ে পড়ান তিনি। এছাড়া এই অভ্যুদয়ের ইতিহাসের ২৫টি সেকসনের কো-অর্ডিনেটরও তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সিলও করান তিনি। যে কারণে এখন চাইলেও অভিনয়ে ব্যস্ত হওয়াটাও তার জন্য কঠিন। অবশ্য তনিমা হামিদের ভাষ্য এমন যে, তিনি যে সময়টাতে নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন, সেই সময়টাতেও অভিনয়কে পেশা হিসেবে নেবার চিন্তাও করেননি তিনি। কারণ খুব বেশি যে তার কাছে স্ক্রিপ্ট আসত এমনটি নয়। যাও আসত তাতেও যে কাজ করার মতো ছিল, এমনটাও নয়। যে কারণে একটা সময় তনিমা শিক্ষকতা পেশাতেই নিজেকে মগ্ন করলেন। একজন শিক্ষক হিসেবেই তিনি বেশ ভালো আছেন। তবে মা ও মেয়ের দু’জনেরই ইচ্ছে আছে চলচ্চিত্র নির্মাণের। গত বুধবার ছিল ফাল্গুনী হামিদের জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে তনিমা তার মায়ের বাসায় এসেছিলেন। সেখানেই কথা প্রসঙ্গে মা ও মেয়ে চলচ্চিত্র নির্মাণের আগ্রহের কথা জানালেন। ফাল্গুনী হামিদ বলেন, ‘বহু নাটক লিখেছি ও নির্মাণ করেছি। কিন্তু এই সময়ে এসে আমার প্রবল ইচ্ছে একটি সিনেমা নির্মাণের। আমার গল্প মোটামুটি প্রস্তুত। আবার সেই সিনেমাতে তনিমা অভিনয় করবে, এটাও নিশ্চিত। তবে তার বিপরীতে কে অভিনয় করবে সেটাও ভাবার বিষয়। কিন্তু তার চেয়ে বড় ভাবনার বিষয় হলো আমার সিনেমাটি প্রযোজনা কে করবে? আমিতো আর কারো কাছে গিয়ে আবদার করতে বা কারো কাছে আমার এই ইচ্ছের কথা প্রকাশ করতে পারব না। কিন্তু কারো যদি মনে হয় আমাকে দিয়ে সিনেমা নির্মাণ করানো যেতে পারে, তার প্রযোজনায় আমি আমার স্বপ্নের সিনেমাটি নির্মাণ করতে চাই।’ তনিমা হামিদ বলেন, ‘সিনেমা নির্মাণের ইচ্ছে রয়েছে। কিন্তু তার আগে আমার নিজেকে অনেক প্রস্তুত করতে হবে। তবে এটা সত্যি আজ হোক কাল হোক কিংবা আরো কয়েক বছর পর হোক সিনেমা আমি নির্মাণ করবো ইনশাআল্লাহ।’ ‘নাট্যচক্র’র হয়ে মঞ্চে তনিমা অভিনয় করেছেন ‘ভদ্দরনোক’, ‘বিলকিস বানুর কন্যারা’, ‘লেট দেয়ার বি লাইট’, ‘একা এক নারী’ (্্একক নাটক)’ ‘মৃত্যুক্ষুধা’। টিভি নাটকে তনিমা হামিদ প্রথম দিকে সাড়া ফেলেন ‘হৈমন্তী’ নাটকে অভিনয় করে। সর্বশেষ মায়ের নির্দেশনায় ‘আমাতে অস্পষ্ট তুমি’ নাটকে অভিনয় করেন তনিমা হামিদ।


আরো সংবাদ



premium cement
ন্যাটো সদস্যপদ দিলে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগে রাজি জেলেনস্কি গফরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত বাস্তবতা বুঝতে বললেন কোচ বাটলার কটিয়াদীরের স্বাধীন মিয়া দেশ সেরা দ্রুততম মানব সিলেটে পৃথক বজ্রপাতে নিহত ২ ববি থেকে মুছে গেলো শেখ পরিবারের সব নাম উজিরপুরে ডা: শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত জাতিসঙ্ঘ মহাসচিব মার্চের মাঝামাঝি ঢাকা সফর করবেন অভয়নগরে হাসপাতালে এক দিনের ব্যবধানে দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ সারাদেশে সহকারী জজ পরীক্ষায় প্রথম হলেন ববির সাদিয়া রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা

সকল