২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

রাজনীতি ছাড়ার কারণ জানালেন পায়েল সরকার

রাজনীতি ছাড়ার কারণ জানালেন পায়েল সরকার -

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নাম লেখান। ২০২১ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব আসন থেকে লড়াই করেছিলেন তিনি। তবে নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি থেকে সরে আসেন পায়েল।
২০ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, রাজনীতি একেবারে আলাদা পেশার মতো। তিনি বলেন, ‘রাজনীতির সাথে যুক্ত থাকার সময় আমি সেভাবে সমর্থন পাইনি। তাই অভিনয় ছাড়ার প্রশ্ন আসেনি। রাজনীতি করতে হলে, দলের সমর্থন প্রয়োজন, যা তখন আমি পাইনি।’ পায়েল আরও জানান, অভিনয়ের প্রতি তার আগ্রহ এবং ভালোবাসা কখনোই কমেনি, তাই তিনি রাজনীতি ছেড়ে আবারও কেবল অভিনয়ে মনোযোগ দিয়েছেন।


আরো সংবাদ



premium cement