২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

শিশিরের নির্দেশনায় আবারো নিলয়-হিমি

-

জুলফিকার ইসলাম শিশির এই সময়ের একজন ব্যস্ত নাট্যনির্মাতা। তার নির্দেশিত আলোচিত নাটকের মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো ‘সাইলেন্ট জামাই’, ‘পড়বো না বিয়ে করবো’,‘ ভাবীর হোটেল’, ‘গ্রামের বন্ধু’, ‘অভিমানী তুমি ঘাড়তেড়া আমি’, ‘প্রবাসীর সংসার’, ‘ভাইয়া চলেন পালাই’, ‘জামাই বউ বেক্কল’, ‘সত্যবাদী হাজব্যান্ড’ ইত্যাদি। প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এর আগেও শিশিরের নির্দেশনায় নাটকে অভিনয় করেছিলেন। আবারো তার নির্দেশনায় তারা দু’জন আরো একটি ভিন্ন ধরনের গল্পের নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘টাক কোনো সমস্যা না’। নাটকটির গল্প রচনা করেছেন রিদ্ধ শরীফ। আগামী ঈদে প্রচারের জন্য শিশির এই নাটকটি নির্মাণ করেছেন। শিশির বেশ গুছিয়ে কাজ করে। তার সঙ্গে তার স্ত্রীও তাকে ভীষণ সহযোগিতা করেন। শিশির, তার স্ত্রীসহ সবাই মিলে একটি টিম হয়ে কাজ করে। যা আমার কাছে ভীষণ ভালো লাগে। কাজ নিয়ে শিশিরের চিন্তাভাবনা বা স্টাইল আমার পছন্দের। যে কারণে শিশিরের নির্দেশনায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর টাক কোনো সমস্যা না এই নাটকটার গল্পটাই অন্যরকম। আর হিমির সঙ্গে তো আসলে কাজের রসায়নটা এখন দুর্দান্ত। সহশিল্পী হিসেবে আমরা একে অপরকে বেশ ভালো বুঝি। যে কারণে আমাদের অভিনীত নাটকগুলোর প্রতিও দর্শকের ভালোলাগা ভালোবাসা পাই অনেক। আশা করছি এই নাটকেও দর্শকের ভালোবাসা অব্যাহত থাকবে।’ হিমি বলেন, ‘সব সময়ই তো আমরা অনেক গ্ল্যামারাস নাটকে অভিনয় করি যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ভার্সিটি গোয়িং স্টুডেন্ট বা স্বামী স্ত্রীর গল্পের নাটক। এই ধারা থেকে আমরা একটু বের হবার চেষ্টা করছি আমরা এই নাটকে। প্রতিটি নাটকেই একটি ম্যাসেজ রাখার চেষ্টা করছি। সাধারণত আমরা বাহ্যিক লুকটাকে যতটা গুরুত্ব দেই রিয়েল লাইফে সেটা তেমন ম্যাটার করে না। এই বিষয়টাই একটু মজা করে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শিশির ভাই সবসময়ই কাজ করার আগে হোমওয়ার্কটা ভালোভাবে করেন আর তার নির্দেশনায় কাজ করতে গেলে স্বাধীনতাও থাকে। যাতে শিল্পী তার ক্রিয়েটিভিটিও দেখানো যায়। মূলত তার টার্গেট থাকে একটাই, কাজটা ভালো হওয়া চাই। আর নিলয় ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই কাজ করছি। আমরা দু’জন দু’জনকে বেশ ভালো বুঝি। যে কারণে এখনকার কাজগুলো আরো অনেক বেশি দর্শকের পছন্দের হয়ে উঠছে।’ শিশিরের নির্দেশনায় নিলয় ও হিমি অভিনীত আলোচিত নাটক হলো ‘সাইলেন্ট জামাই’ ও ‘পড়বো না বিয়ে করবো’।

 


আরো সংবাদ



premium cement