অভিনয়ে সাব্বির আহমেদের দেড় যুগ
- সাকিবুল হাসান
- ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ছোট পর্দার প্রিয় মুখ অভিনেতা সাব্বির আহমেদ। যদিও বা অভিনয়ে তার যাত্রা শুরু আজ থেকে ২৯ বছর আগে চিলড্রেনস থিয়েটারের হয়ে খালেদ মাহমুদ রকির পরিচালনায় ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। কিন্তু পেশাগতভাবে তার অভিনয়ে যাত্রা শুরু হয় আজ থেকে দেড় যুগ আগে। দেড় যুগ আগে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। তারেক খান পরিচালিত ‘প্রেম সৈনিক’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ছিল সুমন আনোয়ার পরিচালিত ‘ডোরাকাটা’ নাটকটি। এরপর থেকে আজ অবধি সাব্বির আহমেদ বহু নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। মাগুরার অনন্যা থিয়েটারের সাথেও বহুদিন সম্পৃক্ত ছিলেন সাব্বির। এরপর ঢাকায় এসে প্রাঙ্গণে মোর নাট্যদলের সাথে যুক্ত হয়ে ‘লোকনায়ক’, ‘শ্যামার প্রেম’ নাটকেও অভিনয় করে মঞ্চপ্রেমী দর্শককে অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন তিনি। সাব্বির আহমেদ বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন। তার মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো গোলাম মোস্তফা শিমুলের ‘কারণ তোমায় ভালোবাসি’, ‘হরিজুপিয়া’, শ্যাম বানেগালের ‘মুজিব একটি জাতির রূপকার’। এরই মধ্যে প্রায় শেষ করেছেন দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার কাজ। সাব্বির আহমেদ একজন পেশাদার অভিনেতা। যে কারণে অভিনয়ের বাইরে আর কোনো কিছু নিয়েই তার ভাবনা ছিল না কখনো। চেষ্টা করছেন অভিনয়কে ভালোবেসে একজন সুঅভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। ২০২১ সালের ২০ জুন সাব্বির আহমেদ (স্ত্রী বীথি) প্রথম বাবা হন। তার একমাত্র মেয়ের নাম প্রিয়। সাব্বির আহমেদ বর্তমানে তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটক তিনটি হলো ‘জীবন সংসার’, ‘লোকাল প্রেম’ ও ‘ভাইরাল গ্রাম’। এ ছাড়াও সাব্বির এরই মধ্যে খণ্ডনাটক ‘একটি ডায়েরি’, ‘ড্রাইভার এবং সুন্দরী বউ’, ‘সুখের খোঁজে’ নাটকের কাজ শেষ করেছেন। খণ্ডনাটকগুলো শিগগিরই প্রচারে আসবে বলে জানালেন সাব্বির। দীর্ঘ দিনের অভিনয় জীবন প্রসঙ্গে সাব্বির আহমেদ বলেন, ‘আমার শ্রদ্ধেয় মা (শাহনাজ পারভীন) শুরুতে আমাকে অভিনয়ের ব্যাপারে ভীষণ অনুপ্রেরণা দিতেন। মায়ের অনুপ্রেরণাতেই আজ পেশাগতভাবে একজন অভিনেতা। পরবর্তীতে ঢাকায় আসার পর আমার বড় ভাই ফজলে রাব্বি সাইপ্রাস থেকে টাকা পাঠাতেন। তিনি টাকা না পাঠালে আমার থিয়েটার চর্চা করাই হতোনা, আমার অভিনেতাও হয়ে ওঠা হতো না। তাই মা এবং বড় ভাইয়ার প্রতি আমার আজীবন কৃতজ্ঞতা। আন্তরিক কৃতজ্ঞতা আমার সব নাটক সিনেমার প্রযোজক পরিচালকের প্রতি, বিশেষ কৃতজ্ঞতা আমার ভক্ত দর্শকের প্রতি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা