১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

সালমার কণ্ঠে ‘জাদুরে মধুরে’ এবং

সালমার কণ্ঠে ‘জাদুরে মধুরে’ এবং -

কয়েক দিন আগেই দেশের গুণী সঙ্গীতশিল্পী আগুনের সাথে প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সালমার দ্বৈত গান ‘আমি তোমারে হারালে মরিব’ প্রকাশ পায়। আগুনের সাথে সালমার এই গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আগুনের সাথে এই গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত। গানটি শ্রোতা দর্শকরা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন, তাতেই যেন ভীষণ সন্তুষ্ট, আনন্দিত সালমা। গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। সঙ্গীত করেছেন এম মুকুল। তবে সালমা জানান, ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউবে প্রকাশিত এই গানটি ছাড়াও আরো দু’টি গান প্রকাশ পেয়েছে ইউটিউবে। একটি গানের শিরোনাম ‘জাদুরে মধুরে’। গানের কথা লিখেছেন আশিক মাহমুদ, সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ। এতে সালমার সাথে দ্বৈত কণ্ঠে গেয়েছেন আকাশ মাহমুদ। গানের শিরোনাম শুনেই ভীষণ মুগ্ধ হয়েছিলেন সালমা। গানের কথা ও সুরও তাকে আবেগাপ্লুতও করেছিল। যে কারণে গানটিও সালমা গেয়েছেন ভীষণ মন দিয়ে, দরদ দিয়ে, আবেগ দিয়ে। গানটি নিয়ে ভীষণ প্রত্যাশা সালমার। ‘জাদুরে মধুরে’ ছাড়াও ‘কী মন্ত্রণা জানেরে’ শিরোনামেরও একটি গান আসার কথা রয়েছে, জানালেন সালমা। এদিকে গতকাল গাজীপুরে একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেন সালমা। এছাড়াও আগামী কয়েক দিন নতুন চারটি গানের ভয়েজ রেকর্ডিং ও মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত থাকবেন সালমা। এরপর আবারো আগামী ১৯ ফেব্রুয়ারি মাদারীপুর, ২০ ফেব্রুয়ারি গাজীপুর, ২২ ফেব্রুয়ারি হবিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ ও ২৬ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন সালমা। নতুন গান প্রকাশ, ‘জাদুরে মধুরে’ এবং অন্যান্য ব্যস্ততা প্রসঙ্গে সালমা বলেন, ‘শ্রদ্ধেয় আগুন ভাইয়ের সাথে প্রকাশিত গানটির জন্য বেশ সাড়া পাচ্ছি। এ আর রাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এমন চমৎকার একটি গান করার জন্য। দিন দিন এই গানের প্রতি শ্রোতা দর্শকের আগ্রহ বাড়ছে, এটিই ভালো লাগছে আমার। আর আশিক মাহমুদের লেখা এবং আকাশ মাহমুদের সুর সঙ্গীতে জাদুরে মধুরে গানটি নিয়েও আমি ভীষণ আশাবাদী। কারণ গানের কথা ও সুর আমার কাছে সত্যিই অন্যরকম লেগেছে। যে কারণে এই গান নিয়ে প্রত্যাশাও অনেক। এর মধ্যে বেশ কিছু স্টেজ শোও হাতে আছে। আশা করছি সবগুলো স্টেজ শো ঠিকঠাক মতো শেষ করতে পারব। এরপর আবার রোজার ঈদের পর স্টেজ শো। মাঝে নতুন কিছু গান করব। সবগুলো কাজ যেন ঠিকঠাক মতো শেষ করতে পারি, এ জন্য সবার কাছে দোয়া চাই।’


আরো সংবাদ



premium cement
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার ৫ দিনের রিমান্ডে নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কেন তেহরান থেকে রাজধানী স্থানান্তরের কথা ভাবছে ইরান? শিবপুরে কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার কাশিয়ানীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বের শীর্ষে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে ঢাকায় পতন, চট্টগ্রামে উত্থান রুশ-মার্কিন আলোচনার ক্ষুব্ধ জেলেনস্কি, ট্রাম্পের জবাব কুয়েট ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি, অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজী আটক উদ্বোধনী ম্যাচের আগে দর্শকের আনন্দ দেবে পাকিস্তান বিমানবাহিনী

সকল