১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

মেজবা শরীফের নতুন গান ‘এই পৃথিবী’

মেজবা শরীফের নতুন গান ‘এই পৃথিবী’ -

সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী এবং বহুমুখী প্রতিভাবান শিল্পী মেজবা শরীফ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটি নতুন গান প্রকাশ করেছেন। গানটির নাম ‘এই পৃথিবী’ যা ফয়সাল রাব্বিকীনের লেখা এবং রিজওয়ান শেখের সুরে গাওয়া। গানটি ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায়।
গানটির মিউজিক ভিডিওতে মেজবা শরীফের সাথে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা সারা জেরিন। ভিডিওটির কোরিওগ্রাফিতে ছিলেন মোহাম্মদ বিল্লাল হোসেন এবং এটি পরিচালনা করেছেন আসাদুজ্জমান আজাদ।
মেজবা শরীফ একজন সফল গায়ক ও মডেল হিসেবে ইতোমধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘নিঃশ্বাসে-বিশ্বাসে’ (কণ্ঠশিল্পী কনা), ‘আমি তোমার মন’ (কণ্ঠশিল্পী বৃষ্টি), ‘ঝরছে বৃষ্টি’, ‘ফটো’ এবং ‘মনের স্মার্টফোন’।
এছাড়া মেজবা শরীফ অভিনয়েও তার প্রতিভা প্রমাণ করেছেন, বিশেষ করে ‘রহস্যঘেরা প্রীয়তমা’ ওয়েব ফিল্মে মৌমিতা মৌয়ের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন।
এবার বিশ্ব ভালোবাসা দিবসে তার নতুন গানটি রিলিজ হয় এবং এটি তার শ্রোতাদের জন্য এক বিশেষ উপহার।


আরো সংবাদ



premium cement