১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

একইমঞ্চে সম্মাননায় ভূষিত হলেন তারা

-

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা সেমিনার ট্র্যাব টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ (ট্র্যাব)-এর ২৬’তম সম্মাননা প্রদান অনুষ্ঠিত হলো। আর এই আয়োজনেই একইমঞ্চে নানান ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননায় ভূষিত হলেন প্রয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কুমার তালুকদার, মা পদক ও শিক্ষাগুরু সম্মাননা’র উদ্যোক্তা অভি মঈনুদ্দীন, ২০২৪-এ নাট্যাঙ্গনের সেরা অভিনেত্রী নাজনীন নীহা (নাটক তখন যখন, পরিচালক মিজানুর রহমান আরিয়ান), ২০২৪-এ ধারাবাহিক নাটকে সেরা অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ (নাটক বকুলপুর, পরিচালক কায়সার আহমেদ), সেরা মিউজিক ভিডিও নির্মাতা মোঃ সামছুল হুদা, সেরা ফ্যাশন ফটোগ্রাফার শিথিল রহমান, আধুনিক গানে শ্রেষ্ঠ শিল্পী ইয়াসমিন লাবণ্য (গান : চাইনা হৃদয় ভেঙ্গে যাক), উদ্যমী সফল নারী তিশা’স বিউটি হাব ও ‘সেলিব্রিটি’স চয়েস’র কর্ণধার ফারহানা সামাদ তিশা। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি সাংবাদিক হাসান হাফিজের হাত থেকে সবাই নিজ নিজ কাজের জন্য শ্রেষ্ঠত্বের সম্মাননায় ভূষিত হন। অভিনেত্রী নাজনীন নীহা বলেন,‘ গেলো বছর আমার বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। আরিয়ান ভাই নির্মিত তখন যখন নাটকটিতে অভিনয়ের জন্য আমি খুউব সাড়া পাই। এই নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ট্র্যাব সম্মাননা পেয়ে সত্যিই ভীষণ ভালোলাগছে।’ প্রদ্যুৎ কুমার তালুকদার বলেন,‘ আমি মূলত একজন ব্যবসায়ী। কিন্তু নেপথ্যে থেকে আমি সমাজের সাধারণ মানুষের জন্য নীরবে নিভৃতে কাজ করে যাই। এগুলো আমি কখনোই প্রচারে আনতেও চাইনা। তারপরও ট্র্যাব ভালোবেসে আমাকে আলোকিত একজন মানুষ হিসেবে সম্মাননা প্রদান করায় ভীষণ গর্বিত আমি।’ অভি মঈনুদ্দীন বলেন,‘ মা পদক এবং শিক্ষাগুরু সম্মাননা’র প্রধান উদ্যোক্তা হিসেবে আমার এবার প্রথম সম্মাননা লাভ। এই সম্মাননা পেয়ে সত্যিই ভীষণ ভালোলাগছে।’ স্বর্ণলতা বলেন,‘ বকুলপুরের নির্মাতা কায়সার ভাইয়ের প্রতি আমি বিশেষত নিগার চরিত্রের জন্য কৃতজ্ঞতা জানাই।’ ইয়াসমিন লাবণ্য বলেন,‘ চাইনা হৃদয় ভেঙ্গে যাক-আমার সঙ্গীত জীবনের অন্যতম সেরা গান। ২০২৫ আমার জন্য সত্যিই সব ভালোগুলোর প্রাপ্তির বছর।’ তিশা বলেন,‘ একজন উদ্যমী নারী হিসেবে এই সম্মাননা আমার কাজের গতিকে বহুগুনে বাড়িয়ে দিয়েছে।’ সামছুল হুদা বলেন,‘ মিউজিক ভিডিও নির্মাতা হিসেবে এই প্রাপ্তি হলেও গোলাপ সিনেমা নির্মাণে আমাকে এই সম্মাননা দারুণ অনুপ্রেরনা যোগাবে।’ শিথিল বলেন, ‘এবারই প্রথম আমার পেশাগত কাজের জন্য সম্মাননা পেলাম। ট্র্যাব’র কাদের মনসুর ভাই, বাদল আহমেদ ভাই’সহ অভি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।’


আরো সংবাদ



premium cement