১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

আমেরিকায় মুক্তি পাবে শাহনূরের ‘বৃষ্টিতে আর জল নেই’

-

২০০৬ সাল থেকে প্রতি বছরই আমেরিকায় যান চিত্রনায়িকা শাহনূর। প্রতি বছরই তিনি বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতেই আমেরিকায় যান। তবে ২০২৩ ও ২০২৪ সালে তিনি সামাজিক কর্মকা-ে অংশগ্রহন করার জন্যই তিনি আমেরিকা গিয়েছিলেন। মূলত ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস’র ব্র্যা- অ্যাম্বাসেডর হিসেবেই কাজ করতে পরপর দুই বছর আমেরিকায় যান শাহনূর। সেই ধারাবাহিকতায় গেলো বছরও তিনি একই কাজে আমেরিকায় যান। এখনো সেখানেই আছেন তিনি। এরইমধ্যে শাহনূর জানালেন তার অভিনীত দেশের প্রথম প্রোয়েট্রিক সিনেমা ‘বৃষ্টিতে আর জল নেই’ শিগগিরই আমেরিকায় মুক্তি পাবার কথা রয়েছে। পাভেল আল মামুনের চিত্রনাট্যে আমির পারভেজ পরিচালিত এই সিনেমাটি আমেরিকায় মুক্তি দেবার প্রস্তুতি নিচ্ছে সিনেমাটির প্রযোজক’সহ সংশ্লিষ্ট অন্যান্যরা। এদিকে আজ শাহনূরের জন্মদিন। তবে এবারের জন্মদিনে দেশে না থাকায় তার মনটাও ভীষণ খারাপ। কারণ বাবার মৃত্যুর পর সাধারনথ জন্মদিনটা মায়ের সঙ্গেই উদযাপন করতেন শাহনূর। কিন্তু এই মুহুর্তে আমেরিকায় থাকায় সেই সুযোগটিও আর নেই। তবে শাহনূর জানান, ‘বৃষ্টিতে আর জল নেই’র প্রদর্শনীর পরপরই তার দেশে ফেরার ইচ্ছে রয়েছে। শাহনূর বলেন,‘ এবার আমি মূলত আমেরিকায় এসেছিলাম ওয়ার্ল্ড হিউম্যান রাইটস’র ব্র্যা- অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে। এখনো ঠিক তাদের হয়েউ কাজ করছি। এরমধ্যে সিটি অব পেটারসন থেকে মেয়র স্বাক্ষরিত বাংলাদেশে এবং আমেরিকায় সামাজিক কর্মকা-ের সাথে নিবেদিত হয়ে যুক্ত থাকার জন্য আমাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এটা আমার জন্য অনেক অনেক বড় একটি বিষয়। আমি সত্যিই এই মেয়র স্বাক্ষরিত এই সম্মাননা পত্র পেয়ে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। আম্মু পাশে থাকলে হয়তো ভীষণ খুশী হতেন। তারপরও আম্মুর সঙ্গে কথা বলে ভীষণ ভালোলাগছিলো। সেই সাথে আমার পরিবারও খুউব খুশী। সত্যি বলতে কী আমার সঙ্গে বিশেষত যারা দেশে থেকে নানান সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার সামাজিক কর্মকা-ের গতিকে বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর বৃষ্টিতে আর জল নেই সিনেমাটি এখানে মুক্তির অপেক্ষায় আছি আমি। আজ আমার জন্মদিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বিশেষত আমার আম্মুকে সুস্থ রাখেন ভালো রাখেন। দেশে ফিরে যেন আমার মায়ের বুকে মাথাটা রাখতে পারি।’ এদিকে শাহনূর জানান, মুক্তির অপেক্ষায় আছে তার ‘রাজকুমারী’,‘ বন্ধু তুই আমার’,‘ বেলা অবেলা’, ‘কাকতাড়–য়া’,‘ জীবন যন্ত্রনা’, ‘আমার শত্রু’ সিনেমাগুলো। শাহনূর আশা করছেন যে এই সিনেমাগুলো চলতি বছরেই মুক্তি পাবে। বাকী সিনেমা সংশ্লিষ্টদের বিষয়।

 


আরো সংবাদ



premium cement