০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

সিনেমা ফ্লপ হওয়ার পর বেকার ছিলেন অভিষেক বচ্চন

সিনেমা ফ্লপ হওয়ার পর বেকার ছিলেন অভিষেক বচ্চন -

অভিষেক বচ্চন, বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনের ছেলে। সবসময়ই ক্যামেরার আলোয় ছিলেন, তবে তার ক্যারিয়ারে নানা ওঠাপড়ার মুহূর্ত এসেছে। তার প্রথম সিনেমা রিফিউজি থেকে শুরু করে বেশ কিছু সফল সিনেমা উপহার দেওয়ার পরেও, এক সময় তার মুখোমুখি হতে হয়েছিল বিরাট এক হতাশা। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত তার সুপার হিরো ছবি ড্রোনা বক্স অফিসে ভীষণভাবে ফ্লপ করে, যা অভিষেকের ক্যারিয়ারের জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। সিনেমাটির ব্যর্থতার পর, তিনি দীর্ঘ সময় বেকার অবস্থায় ছিলেন এবং সিনেমায় কাস্ট হতে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছিল। তবে, এই কঠিন সময়ে, অভিষেক তাঁর পরিশ্রম ও আশাবাদী মনোভাবের মাধ্যমে নিজেকে আবার প্রতিষ্ঠিত করেছেন, যা প্রমাণ করে যে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে শুধু পরিচিতি নয়, কঠোর পরিশ্রম এবং একাগ্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি অভিষেক বচ্চনকে নিয়ে নানা করকম কথা শোনা যায়, বিশেষ করে তিনি অনেক গুজবের শিকার হচ্ছেন। যেখানে বলা হয়েছিল যে, তিনি ঐশ্বরিয়া রাই বচ্চনকে প্রতারণা করেছেন এবং এতে নিছক নিমরত কৌরের নামও এসেছে। এরপর মিডিয়াতে তাদের বিবাহবিচ্ছেদের গুজবও ছড়িয়ে পড়ে। তবে ঐশ্বরিয়ার একটি পোস্টে যখন অভিষেকের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানানো হয়, তখন সেই বিবাহবিচ্ছেদের বিষয়টি নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এদিকে, ‘ড্রোনা’ অভিনেতা সম্প্রতি ৪৯ বছরে পা রেখেছেন।
অভিষেক বচ্চন ২০০০ সালে রিফিউজি সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি বেশ কিছু বাণিজ্যিকভাবে সফল সিনেমা এবং কিছু ফ্লপ সিনেমায় অভিনয় করেছেন। যদিও তিনি সবসময় আলোচনায় ছিলেন অমিতাভ বচ্চনের ছেলে হিসেবে, কিন্তু ড্রোনা ফ্লপ হওয়ার পর তার জন্য সিনেমায় সুযোগ পাওয়া সহজ হয়নি। কিছু বছর আগে, অভিষেক ড্রোনা ফ্লপ হওয়ার পর তার কঠিন সময়ের কথা তুলে ধরেন। মহামারী এবং আনলক ৫-এর সময়, তিনি টুইটারে ‘সপ্তাহের সেরা খবর!’ পোস্ট করেন। এক ব্যবহারকারী তার দিকে তীব্র কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, ‘তবে তুমি কি এখনো বেকার থাকবেন’ এই মন্তব্যের জবাবে অভিষেক খুবই শ্রদ্ধাশীলভাবে লিখেছিলেন, ‘এটা দুঃখজনকভাবে আপনার (দর্শকদের) হাতে। যদি আমাদের কাজ আপনাদের ভালো না লাগে, তবে আমাদের পরবর্তী কাজ পাওয়া সম্ভব নয়। তাই আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করি এবং সেরা আশা করে প্রার্থনা করি।’ একটি ব্যবহারকারী জিজ্ঞাসা করেছিল, ‘ড্রোনার পর তুমি কীভাবে পরবর্তী সিনেমাগুলো পেয়েছিলে?’ তখন তিনি উত্তর দিয়েছিলেন, ‘আমি পাইনি। কয়েকটি সিনেমা থেকে বাদ পড়েছিলাম, এবং কাস্ট হতে অনেক কঠিন ছিল। কিন্তু আমরা আশা নিয়ে বাঁচি, চেষ্টা করি, আশা করি এবং আমাদের লক্ষ্য অর্জনের দিকে কাজ করি। প্রতিদিন উঠে আমাদের জায়গা করে নিতে হবে।


আরো সংবাদ



premium cement