০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

শাফিন আহমেদ স্মরণে ‘ইকোস অব আ লিজেন্ড’ কনসার্ট

শাফিন আহমেদ স্মরণে ‘ইকোস অব আ লিজেন্ড’ কনসার্ট -

সঙ্গীতের কিংবদন্তি শাফিন আহমেদ। যিনি গত বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন, তার স্মরণে আয়োজিত হতে যাচ্ছে এক বিশেষ কনসার্ট। কনসার্টটির নাম রাখা হয়েছে ‘শাফিন আহমেদ : ইকোস অব আ লিজেন্ড’। ১৩ ফেব্রুয়ারি রাজধানী ঢাকা, তেজগাঁওয়ের আলোকি হলে অনুষ্ঠিত হবে এই বিশেষ স্মরণসভার আয়োজন।
শাফিন আহমেদ ছিলেন বাংলাদেশের রক ও পপ সঙ্গীত জগতের এক অমূল্য রতœ। তিনি মাইলস ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। তার অবদান বাংলাদেশের সঙ্গীত জগতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। শাফিনের অকাল প্রয়াণের পর দীর্ঘ প্রায় সাত মাস পেরিয়ে গেলেও, তার গানের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হচ্ছে এই মহতী কনসার্ট।
কনসার্টে শাফিন আহমেদের সাবেক ব্যান্ড মাইলস তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গান পরিবেশন করবে। এছাড়া, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক, দলছুট, আর্টসেল, অ্যাভয়েড রাফা এবং জনপ্রিয় র্যা পার অজিও এই বিশেষ আয়োজনে অংশগ্রহণ করবেন। শাফিনের জীবনের গল্প এবং সঙ্গীতের প্রতি তার অবদান স্মরণ করার জন্য, কনসার্টে শাফিন আহমেদ সম্পর্কিত বিভিন্ন স্মৃতি এবং উপস্থাপনাও থাকবে।
এছাড়া, শাফিনের জীবন ও সঙ্গীত ক্যারিয়ার নিয়ে একটি ডকুমেন্টারি ভিডিও প্রদর্শিত হবে, যা তার সঙ্গীত এবং কর্মজীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরবে। এই বিশেষ আয়োজনে শাফিন আহমেদের সঙ্গীতের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে, যাতে তার স্মৃতি সজীব থাকে।
কনসার্টটি আয়োজন করেছে ভেলভেট ইভেন্টস এবং টিকিট বিক্রি শুরু হয়েছে গেট সেট রক ওয়েবসাইটে। টিকিটের দাম রাখা হয়েছে দুটি ক্যাটাগরিতে: ভিআইপি টিকিট ৩ হাজার টাকা এবং রেগুলার টিকিট ১ হাজার ৫০০ টাকা। কনসার্টটি শুরু হবে রাত ৯টায়, তবে দর্শকরা গেট প্রবেশ করতে পারবেন সন্ধ্যা ৬টা থেকে।


আরো সংবাদ



premium cement