০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

‘নীল সুখ’: মেহজাবীনের সাথে রেহানের হৃদয়ের রঙিন গল্প

‘নীল সুখ’: মেহজাবীনের সাথে রেহানের হৃদয়ের রঙিন গল্প -

বাংলাদেশের নাটক ও সিনেমার সুপারস্টার মেহজাবীন চৌধুরী দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে অভিনয় জগতে নিজের অঙ্গনে অনন্য এক অবস্থান তৈরি করেছেন। তার অভিনীত জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রগুলো শুধু দর্শকদের মনেই গভীর ছাপ ফেলেছে; বরং তাকে দেশের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে পরিচিত করেছে। একাধিক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রমাণ করেছেন এবং এরই মধ্যে পেয়েছেন অসংখ্য দর্শকপ্রশংসা।
গত বছর তার অভিনীত শঙ্খদাস গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমাটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। ‘মালতী’ চরিত্রে তার অভিনয় ছিল একেবারে অনবদ্য, যা তাকে আরো একধাপ এগিয়ে দিয়েছে বাংলাদেশের সিনেমা অঙ্গনে। তার অনবদ্য অভিনয়ের জন্য অনেকেই মনে করেন, তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেতে পারেন। তবে, তার অভিনয় জীবনে রয়েছে আরেকটি বিশেষ মুহূর্ত- যখন তিনি নতুন প্রজন্মের অভিনেতাদের সাথে কাজ করছেন। নতুনদের নিয়ে তার এই যাত্রা একদিকে যেমন চমকপ্রদ, তেমনি অন্যদিকে অনুপ্রেরণাও বটে। এবার মেহজাবীন কাজ করেছেন বর্তমান সময়ের নবাগত অভিনেতা রেহানের সাথে। ফররুখ আহমেদ রেহান, যিনি অভিনয়ে তার প্রথম পা রাখছেন, মেহজাবীন চৌধুরীর সাথে প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করার সুযোগ পেয়েছেন। এই ওয়েব ফিল্মটির নাম ‘নীল সুখ’, যা ভিকি জাহেদ পরিচালনা করেছেন। এই ফিল্মটি আগামী ভালোবাসা দিবসে ‘বিঞ্জ’ প্ল্যাটফর্মে প্রচারিত হবে এবং এতে রেহান ও মেহজাবীন এক নতুন ধরনের ভালোবাসার গল্পে অভিনয় করেছেন।
‘নীল সুখ’ নাটকটি একটি ভিন্নধর্মী ভালোবাসার গল্প নিয়ে নির্মিত, যেখানে রোমান্সের পাশাপাশি একাধিক গভীর আবেগের প্রকাশ রয়েছে। মেহজাবীন চৌধুরী নিজেই জানালেন, এই কাজটি করতে গিয়ে আমি গল্প এবং চরিত্রটি ভীষণ উপভোগ করেছি। যদিও এটি একটি রোমান্টিক গল্প, তবে এর মধ্যে এক বিশেষ ভিন্নতা রয়েছে। যারা একটু ভিন্ন ধরনের গল্প দেখতে আগ্রহী, তাদের জন্য এই গল্পটি একদম পারফেক্ট হবে। আমাদের বর্তমান ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার স্বাধীনতা সব কিছুই অনেক সহজ করে দিয়েছে এবং সেই কারণেই সবাই এখানে কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করে।
মেহজাবীন তার অভিজ্ঞতা ভাগ করে আরো বলেন, ‘রেহান ভাইয়া চেষ্টা করেছেন ভালো অভিনয় করার। অভিনয়ে তিনি নতুন কিন্তু আমি মনে করি, তিনি শিগগিরই অনেক ভালো করবেন, কারণ তার মধ্যে উন্নতি করার শক্তি রয়েছে।’ তার কথা থেকেই স্পষ্ট, রেহান একদিকে যেমন পরিশ্রমী, তেমনি তার মধ্যে অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ও একাগ্রতা রয়েছে।
এদিকে, রেহান নিজেই তার অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘এটা আমার জন্য খুবই বিশেষ একটি মুহূর্ত। কারণ এবারই প্রথম আমি কোনো ওয়েব ফিল্মে কাজ করছি এবং সেই সাথে আমার প্রিয় অভিনেত্রী মেহজাবীন আপুর সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছি। আমি খুবই কৃতজ্ঞ ভিকি জাহেদ ভাইয়ের প্রতি, কারণ তিনি আমাকে প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন এবং এখন আমি এই গল্পের কেন্দ্রীয় দু’টি চরিত্রের একটিতে। মেহজাবীন আপুর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি অনেক বড় মাপের একজন অভিনেত্রী, কিন্তু অত্যন্ত নম্র ও ভদ্র। প্রতিটি দৃশ্যের আগে তার সাথে আলোচনা করেছি, তিনি অনেক সময় বলতেন, ‘এটা ভালো না, একটু আরো ভালো হতে পারে।’ এটি আমার জন্য অনেক বড় প্রেরণা ছিল।’ ‘নীল সুখ’ ওয়েব ফিল্মটি ভালোবাসা দিবসে ‘বিঞ্জ’ প্ল্যাটফর্মে প্রচারিত হবে এবং আশা করা হচ্ছে এটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে। এই ফিল্মটি নতুন ধরনের ভালোবাসার গল্প এবং অভিনয়ে উজ্জ্বল নতুন মেধার বিকাশের এক দৃষ্টান্ত হয়ে উঠবে।


আরো সংবাদ



premium cement