০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

হেনার হইচই থামিয়ে ওয়েব সিরিজের টিজার প্রকাশ করলেন বাপ্পারাজ

-

বাংলাদেশী অভিনেতা বাপ্পারাজ সম্প্রতি নিজের পুরানো সিনেমার সংলাপের কারণে তুমুল ভাইরাল হয়েছেন। বিশেষত, ‘চাচা হেনা কোথায়’ সংলাপে তিনি আবারো ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে আসেন। এই আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেই হইচই থামানোর আগেই তিনি তার প্রথম ওয়েব সিরিজের টিজার প্রকাশ করেছেন।
২০১৮ সালে ‘পোড়ামন-২’ ছবিতে অভিনয় করেছিলেন বাপ্পারাজ। দীর্ঘ সময় ধরে তিনি পর্দায় উপস্থিত না থাকলেও এখন সাত বছর পর নতুন করে ওয়েব সিরিজের ‘রক্তঋণ’ মাধ্যমে পর্দায় ফিরছেন। সিরিজের টিজারটি গতকাল ফেসবুকে শেয়ার করে তিনি ক্যামেরার সামনে ফিরে আসার কথা জানান।
টিজারটি ‘ক্যারেক্টার টিজার’ হিসেবে প্রকাশ করা হয়, যেখানে শুরুতেই একটি দরজা খুলে গিয়ে ভেসে আসে ‘প্রেমের সমাধি ভেঙে’ গানটি। পাশে রাখা একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে এবং হেনার পাশে একটি পিস্তলও দেখা যাচ্ছে। জানা গেছে, তিনি সিরিজে সায়েম জব্বারের চরিত্রে অভিনয় করছেন। পেছনে দেখা যায়, সায়েম লেজার লাইট ধরে একটি বোর্ডে পত্রিকার খবরগুলো সাঁটাচ্ছেন।

টিজারে সায়েমের কণ্ঠে শোনা যায়, ‘এই হাফিজ, বন্ধ করো। অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক।’ ওয়েব সিরিজটির কাজ এখনো চলমান এবং বাপ্পারাজ জানিয়েছেন, কিছু কাজ গুছিয়ে নেয়ার পরই বিস্তারিত জানাবেন।
‘রক্তঋণ’ ওয়েব সিরিজটির পরিচালনা করছেন মোস্তফা খান সিহান। তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে বাপ্পারাজ ভাইয়ের সংলাপ এবং গল্প নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে, কখনো কখনো ট্রলও হয়েছে। তাকে একসময় ব্যর্থ প্রেমের নায়ক হিসেবে দেখা হত। তবে, এবার তার সেই ভাবমর্যাদাকে পাশ কাটিয়ে আমরা তাকে থ্রিলার রহস্য গল্পে নিয়ে আসছি। আমরা চাই দর্শকদেরকে বাপ্পারাজের নতুন চরিত্রের মাধ্যমে একটি নতুন দৃষ্টি উপহার দিতে।’


আরো সংবাদ



premium cement
তৃতীয় দিনের লেনদেন শুরু সূচকের উত্থানে ট্রাম্পের শুল্ক হুমকির মুখে ভারত আমদানি শুল্ক কমাচ্ছে ফেরত পাঠানো শুরু হলো যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় অবৈধ অভিবাসীদের ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠা করা আল্লাহর নিদের্শ : বুলবুল বিশ্বে বায়ুদূষণের কারণে সর্বোচ্চ স্বাস্থ্যঝুঁকিতে ঢাকার বাসিন্দারা জাবিতে ইন্টারনেট কর্মচারীর রহস্যজনক মৃত্যু কারাগার থেকে বন্দিদের ফেসবুক চালানো সম্ভব নয় : কারা অধিদফতর ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : প্রেস সচিব মেহেরপুর সড়ক দুর্ঘটনায় সিঙ্গাপুর প্রবাসী নিহত মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প সাবেক এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ গ্রেফতার

সকল