০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

আবার ধারাবাহিক নাটকে নিয়মিত জাহিদ হাসান

-

বাংলা নাটকের এক অপরিহার্য নাম, জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। মঞ্চ, টিভি এবং চলচ্চিত্রের দুনিয়ায় একের পর এক স্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। দীর্ঘ সময় ধরে ছোট পর্দায় অনুপস্থিত থাকার পর, অবশেষে আবারও তিনি ফিরে এসেছেন ধারাবাহিক নাটকে। তার ফিরে আসা, বিশেষ করে টেলিভিশনে ফের নিয়মিত অভিনয় করা, নাটকপ্রেমীদের জন্য এক নতুন সুখবর।
এক সময় টিভি ধারাবাহিকের নিয়মিত মুখ ছিলেন জাহিদ হাসান। একের পর এক জনপ্রিয় নাটকে তার শক্তিশালী অভিনয় দর্শকদের মনে অমলিন হয়ে আছে। তবে কয়েক বছর ধরে তিনি অভিনয়ে ছিলেন না। তার দীর্ঘ বিরতির পর, গত কিছু দিন আগে তার অভিনীত নতুন ধারাবাহিক ‘ভাল্লাগেনা’ এর শুটিং শুরু হয়। সম্প্রতি, এই নাটকটি বৈশাখী টিভিতে প্রচারিত হতে শুরু করেছে এবং এটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নতুন ধারাবাহিক ‘ভাল্লাগেনা’ একটি অভিনব গল্পের সঙ্গে জাহিদ হাসানকে ফিরিয়ে এনেছে। নাটকটির রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল এবং পরিচালনা করেছেন হানিফ খান। নাটকটির গল্প মূলত বিয়ের মানসিকতার পরিবর্তন নিয়ে, বিশেষ করে গ্যামোফোবিয়া বা বিয়েভীতি নিয়ে। এটি এমন কিছু মানুষের গল্প, যারা নিজের ব্যক্তিগত স্বাধীনতা হারানোর ভয়ে বিয়ের জন্য ভয় পায়। তাদের মানসিক দ্বন্দ্ব ও অস্থিরতা নিয়ে নাটকটি এগিয়ে চলে।
এ বিষয়ে জাহিদ হাসান বলেন, ‘এখন খুব একটা নাটকে অভিনয় করি না। ভালো গল্প পেলে মাঝেমধ্যে কাজ করি। এই নাটকের গল্পটি খুব ভালো লেগেছে, তাই এতে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি তার চরিত্র এবং নাটকের গল্প সম্পর্কে আরও বলেন, ‘নাটকের কাহিনী এমন কিছু মানুষের কথা বলে, যারা সম্পর্কের ভয় ও সঙ্কট নিয়ে জীবন কাটায়। আমি নিজে মনে করি, এই ধরনের গল্প দর্শকদের ভাবাবে এবং জীবনের বাস্তবতার সঙ্গে সম্পর্কিত করবে।’ যে জাহিদ হাসান একসময় ঢাকার মেসজীবন কাটিয়ে নিজের অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন, আজ তিনি সেই মানুষ যিনি টিভি পর্দায় আলো ছড়াচ্ছেন। তার শুরুটা ছিল খুবই সাধারণ, একদিকে পড়াশোনা, অন্যদিকে অভিনয়ের প্রতি ভালোবাসা।


আরো সংবাদ



premium cement