০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

শেখ সাদীর নতুন গানে বাড়ছে সাড়া

-

এই প্রজন্মের আলোচিত ও শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শেখ সাদী। তার বেশ কিছু মৌলিক গান এরই মধ্যে দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আর এখন শেখ সাদীর নতুন গান মানেই শ্রোতা দর্শকের মাঝে বিশেষত এই প্রজন্মের গানপ্রেমী শ্রোতা দর্শকের কাছে ভালোলাগার মতো গান। শেখ সাদীর কণ্ঠে প্রকাশিত সর্বশেষ মৌলিক গান ছিল ‘একশোতে ১০০’। ‘শেখ সাদী’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটি এরই মধ্যে ৪৩ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন মাত্র তিন মাসেই। এই গানের কথা ও সুর শেখ সাদীর নিজেরই। তবে এরই মধ্যে যে গান নিয়ে শেখ সাদীর শুরু থেকেই আরো বেশি প্রত্যাশা ছিল সেই গানটির শিরোনাম হলো ‘কুফা’। এই গানটিও গেল ২৯ জানুয়ারি প্রকাশিত হয়েছে ‘শেখ সাদী’ ইউটিউব চ্যানেলেই। গানটি লিখেছেন শেখ সাদী, রিদিমস্টা, লুনাটিক্স ভিয়ার। এ তিনজনই গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানটির মিউজিক প্রোডাকশন করেছেন তানভীর আহমেদ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন টিমসাদী। গানটি ইউটিউবে প্রকাশের পর শ্রোতা দর্শকরা আগ্রহ নিয়ে গানটি উপভোগ করছেন। গানটি প্রসঙ্গে শেখ সাদী বলেন, ‘কিছু দিন আগে আমার কণ্ঠে প্রকাশিত একশোতে ১০০-ও জন্য গানটি প্রকাশের শুরু থেকেই অবিস্মরণীয় সাড়া পেয়ে আসছি। এই গানটির জন্য এখনো প্রতিনিয়ত সাড়া পাচ্ছি। তবে যেহেতু কুফা গানটি মাত্র প্রকাশিত হয়েছে, আরো দু-তিন দিন যাক, তখন বুঝতে পারব এই গানের প্রতি শ্রোতা দর্শকের আগ্রহ কিংবা ভালোলাগাটা কেমন। তবে আমি আশাবাদী। কারণ আমরা একটি গানের জন্য অনেক শ্রম দেই, কষ্ট করি। তো একটা স্বপ্ন বা আশা নিয়েই কিন্তু আমরা মৌলিক গান প্রকাশ করি। কুফা নিয়ে ভীষণ আশাবাদী।’ শেখ সাদী’র প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল ‘ললনা’। প্রথম গান দিয়েই বাজিমাত করে ফেলেন তিনি। ২০১৮ সালের ১৫ নভেম্বর প্রকাশিত এই গান এখন পর্যন্ত ১৫ কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন ও সুর করেছেন শেখ সাদী নিজেই। এই গানের জন্য শেখ সাদী বিশেষ ধন্যবাদ জানিয়েছিলেন মেহেদী হাসান লিমনকে। শেখ সাদীর কণ্ঠে প্রকাশিত আরো একটি সাড়া ফেলা গান হচ্ছে ‘তুমি কই’। এই গানটি ‘ললনা’র প্রকাশের ছয় মাস পর প্রকাশিত হয়। এই গানেও ব্যাপক সাড়া পান শেখ সাদী। এই গানটিও চার কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। পরবর্তীতে শেখ সাদীর কণ্ঠে প্রকাশিত গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘আজ মন ভালো নেই’, ‘অভিমান’, ‘একা আমি’,‘দোলে দোলে’, ‘চোখের বারান্দায়’,‘লড়বে বাংলাদেশ’, ‘ললনা ২’, ‘প্রাণ আসে যায়’, ‘সাজনা’ ইত্যাদি।


আরো সংবাদ



premium cement
রাষ্ট্রকে ভালো অবস্থানে নিতে দুর্নীতি-দুঃশাসনমুক্ত দেশ গড়তে হবে : জামায়াত আমির পাবনায় পুলিশের কাছ থেকে আ’লীগ নেতাকে ছিনতাই : আটক ১৬ এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে জামায়াতের গভীর উদ্বেগ প্রকাশ ‘নেতানিয়াহু বন্দীবিনিময় চুক্তিতে বাধা দিচ্ছে’ বিদেশী নাগরিকদের করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান : নাহিদ ইসলাম দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব মুহিবুল ও গাড়িচালক আবেদ আলী রাঙ্গামাটিতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৫ আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে : রিজভী মহেশপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংক থেকে নারীর লাশ উদ্ধার

সকল