০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

ভালোবাসা দিবসে অপূর্ব-নীহার ‘মন দুয়ারী’

-

বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় নন্দিত অভিনেতা জিয়াউল ফারুখ অপূর্ব ও দর্শক সমাদৃত নাট্যনির্মাতা, রচয়িতা জাকারিয়া সৌখিনের মধ্যে একটা দারুণ ক্যামিস্ট্রি রয়েছে। দু’জনের মধ্যে কাজের বোঝাপড়াটা যেমন চমৎকার ঠিক তেমনি দুজনের একসঙ্গের কাজগুলোও দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দর্শকের জন্য তাই অপূর্ব ও সৌখিন আগামী ভালোবাসা দিবসে হাজির হচ্ছেন নতুন নাটক নিয়ে। নাটকের নাম ‘মন দুয়ারী’। এই নাটকে প্রথমবার অপূর্বর বিপরীতে অভিনয় করার সৌভাগ্য হলো হালের ক্রেজ নাজনীন নাহার নীহার। যিনি এরই মধ্যে বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে অনবদ্য অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। নীহার নতুন নাটকের জন্য দর্শক এখন অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাই অপূর্বর কোটি কোটি ভক্ত দর্শক এবং নীহার অগণিত ভক্তরা এবার ভালোবাসা দিবসটা উপভোগ করবেন বেশ ভালোভাবেই ‘মন দুয়ারী’ দেখার মধ্য দিয়ে। সৌখিন জানান, আগামী ভালোবাসা দিবসে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। নাটকটির গল্প প্রসঙ্গে সৌখিন বলেন, ‘পারিবারিক সম্পর্ক এবং প্রেমের গল্পের ওপর নির্মিত হয়েছে নাটকটি। গল্পে দেখা যাবে, অপূর্ব নিউ ইয়র্ক থেকে দেশে এসেছেন তার দাদিকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। এদিকে মিষ্টি এবং দুষ্টু মেয়ে নীহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। দু’জন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়। আর মিষ্টি মেয়ে নীহা অপূর্বর মনের সব বন্ধ দুয়ার খুলে দেয়। তাই সে মেয়েটির নাম রাখে ‘মন-দুয়ারী’। নাটক প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘বেশ বড় আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ ১৩ দিনে আমরা এই নাটকের শুটিং করেছি। অনেক কষ্ট করেছি, অনেক শ্রম দিয়েছে। চরিত্রের জন্য আমি আমার মাথার চুল অনেক ছোট করে ফেলেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে এই নাটকের চরিত্র ফুটিয়ে তোলার জন্য আমার যা যা করা প্রয়োজন আমার করতে হবে। সৌখিনের যেমন আমার উপর আস্থা আছে, আমারও ঠিক তাই। আমি ভীষণ আশাবাদী নাটকটি নিয়ে। আর নীহার মধ্যে অভিনয় শেখার আগ্রহটা প্রবল, এটাই অনেক বড় বিষয়। এই নাটকে নীহা কতটা ভালো করেছে তা নাটকটি দেখলেই দর্শক অনুভব করতে পারবেন।’


আরো সংবাদ



premium cement
রাষ্ট্রকে ভালো অবস্থানে নিতে দুর্নীতি-দুঃশাসনমুক্ত দেশ গড়তে হবে : জামায়াত আমির পাবনায় পুলিশের কাছ থেকে আ’লীগ নেতাকে ছিনতাই : আটক ১৬ এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে জামায়াতের গভীর উদ্বেগ প্রকাশ ‘নেতানিয়াহু বন্দীবিনিময় চুক্তিতে বাধা দিচ্ছে’ বিদেশী নাগরিকদের করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান : নাহিদ ইসলাম দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব মুহিবুল ও গাড়িচালক আবেদ আলী রাঙ্গামাটিতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৫ আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে : রিজভী মহেশপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংক থেকে নারীর লাশ উদ্ধার

সকল