অ্যাকশন থ্রিলার ‘গোলাপ’-এ যুক্ত হলেন পরীমনি
- বিনোদন প্রতিবেদক
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনি, নতুন বছরে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি অংশগ্রহণ করবেন অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘গোলাপ’-এ, যা পরিচালনা করবেন মো: সামছুল হুদা। এই সিনেমাটি মো. সামছুল হুদার প্রথম পরিচালিত চলচ্চিত্র। ‘গোলাপ’-এর গল্প এবং চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ^াস এবং এটি প্রযোজনা করছেন ‘গল্পওয়ালা’ প্রোডাকশন হাউজ। সিনেমায় পরীমনি ‘রূপা’ চরিত্রে অভিনয় করবেন, যা নিয়ে তিনি খুবই উত্তেজিত। সিনেমাটি অ্যাকশন, থ্রিলার এবং রোমান্সের মিশ্রণ এবং রূপা চরিত্রে পরীমনির উপস্থিতি আশা করা হচ্ছে দর্শকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হবে। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেম করবে এবং বিভিন্ন অ্যাকশন দৃশ্যে অংশ নেবে। পরীমনি বলেন, ‘গোলাপ একটি অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা। আমি অনেক দিন ধরেই এ ধরনের সিনেমায় কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। রূপা চরিত্রটি আমার কাছে খুবই আকর্ষণীয়। এতে নানা ধরনের টুইস্ট থাকবে, যা দর্শকদের জন্য আনন্দদায়ক হবে।’ পরিচালক সামছুল হুদা সিনেমাটির জন্য পরীমনির সাথে কাজ করার ব্যাপারে অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এটি আমার প্রথম সিনেমা এবং পরীমণির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।
রূপা চরিত্রের জন্য পরীমনি আমাদের সিনেমার জন্য সবচেয়ে উপযুক্ত অভিনেত্রী, তাই আমি তার সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত খুশি।’ ‘গোলাপ’-এর শুটিং আগামী ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে, সৈয়দপুরের মনোরম লোকেশনে। সিনেমায় পরীমণির বিপরীতে ‘গোলাপ’ চরিত্রে অভিনয় করবেন নীরব। এদিকে, পরীমণি তার সর্বশেষ কাজ হিসেবে ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’-এ সুপ্তি চরিত্রে অভিনয় করেন, যা তাকে ব্যাপক প্রশংসিত করে। এছাড়া, কলকাতায় মুক্তিপ্রাপ্ত ‘ফেলুবক্সী’ সিনেমাতেও তার অভিনয় দর্শকদের কাছ থেকে প্রশংসা লাভ করেছে। ‘গোলাপ’-এর মাধ্যমে পরীমনি আরও একবার তার দর্শকদের সামনে এক নতুনরূপে আসতে যাচ্ছেন, আর দর্শকরা অপেক্ষা করছে তার অভিনয় দেখতে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা