২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, প্রতিক্রিয়া জানালেন নায়িকা

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, প্রতিক্রিয়া জানালেন নায়িকা -

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর, ভয়ভীতি ও হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে। একই সাথে আদালত পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, কারণ তিনি আদালতে হাজির না থাকায় এই আদেশ দেয়া হয়েছে। মামলাটি ২০২২ সালের ১৮ জুলাই দায়ের করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। তার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ৮ জুন পরীমনি এবং তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন এবং পরে ক্লাবে বসে অ্যালকোহল পান করেন। ক্লাব ত্যাগ করার সময় পরীমনি তাকে ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন এবং একপর্যায়ে একটি গ্লাস ছুড়ে মারেন, যা নাসিরের মাথায় ও বুকে লাগে। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানিয়েছেন, আদালত তার আবেদন নাকচ করে দিয়ে পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এর আগে, পিবিআই তদন্তে পরীমনি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছিল। গ্রেফতারি পরোনার বিষয়ে জানতে সরাসরি পরীমনির সাথে যোগাযোগ করা হলে, এটি আইনি প্রক্রিয়া উল্লেখ করে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এই মামলার পাশাপাশি, পরীমনি আরো একাধিক আইনগত সমস্যা ও মামলা মোকাবেলা করছেন। ২০২১ সালে তিনি সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে নাসিরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। এ মামলায়ও আদালত নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায়ও পরীমনি বিচারাধীন।
পরীমনি তার বিরুদ্ধে চলমান এই সব মামলা নিয়ে একাধিকবার গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে আসছেন। সম্প্রতি ২৫ জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধনীর দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল পরীমনির, কিন্তু হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা তার উপস্থিতি ঠেকাতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছিল। স্থানীয়দের এই প্রতিক্রিয়ার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। এ বিষয়ে পরীমনি শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘এত চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!’
পরীমনি আরো যোগ করেন, ‘মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্তার শিকার হয়েছেন! এসব করে কী প্রমাণ করতে চলেছেন তারা? এই দেশে সিনেমা/বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে!’
পরীমনির এই ক্ষোভের পর, তার সমর্থকরা বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। তবে, আদালতের সিদ্ধান্ত ও গ্রেফতারি পরোয়ানা জারির পর তার ভবিষ্যৎ কী হবে তা এখনো স্পষ্ট নয়। পরীমনি ও তার সহযোগীদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচারের পরবর্তী রায়ও সবার নজর কাড়বে।


আরো সংবাদ



premium cement
নারায়ণগঞ্জে পোশাকশ্রমিক হত্যায় শ্রমিকলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সংস্কারে সমর্থন ইইউ’র প্রথম ধাপে মালয়েশিয়া যাবেন ৭ হাজার ৯৬৪ বাংলাদেশী কর্মী ঢাবি আরবি বিভাগের দু’জন শিক্ষকের নিয়োগ কার্যক্রম স্থগিত কেন অবৈধ হবে না : হাইকোর্ট ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু হামাসের কাছে থাকা পণবন্দীদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে অশউইৎজের ৮০ বছর পূর্তি : বেঁচে ফেরা ব্যক্তি ও বিশ্বনেতাদের অংশগ্রহণ মার্কিন সেনাবাহিনী থেকে ডিইআই বাতিলের আদেশ জারি ডোনাল্ড ট্রাম্পের উইকেটে তাসকিনের ২৫ সমালোচনার পাহাড় নিয়েও টানা তৃতীয় জয় রাজশাহীর কেরানীগঞ্জে সবজির বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের

সকল