গানে আর অভিনয়েই এগিয়ে যেতে চান হুমায়রা সুবাহ
- বিনোদন প্রতিবেদক
- ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
যদিও বা একজন গায়িকা হিসেবেই বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তার যাত্রা শুরু হয়েছিল। কিন্তু প্রথম গানের মিউজিক ভিডিও প্রকাশের পরই নায়িকা হিসেবে কাজ করার প্রস্তাব পান তিনি। হয়ে যান নায়িকা। নায়িকা হিসেবেই ব্যস্ততা বেড়ে গিয়েছিল তার। কিন্তু এখন তার স্বপ্নটা একটু বেশি গানকে ঘিরেই। কারণ তার বাবার ভালো লাগত তার কণ্ঠের গান। বাবা নেই কিন্তু বাবার ভালোলাগাটাকে সারাজীবন নিজের চলার পথের সাথে সম্পৃক্ত রেখে এগিয়ে যেতে চান হুমায়রা সুবাহ। সেই ছোট্টবেলায় অর্থাৎ মাত্র পাঁচ বছর বয়সে মা সুফিয়া হোসেনের কাছে গানে হাতেখড়ি সুবাহর। এরপর রংপুরে স্কুলে গান শেখার পাাশাপাশি রংপুর শিল্পকলা একাডেমিতেও গান শিখেছেন তিনি। এক সময় মেয়ের কণ্ঠের গান বাবার ভালোলাগায় ওস্তাদ খাজার কাছে গান শিখতে দেন মেয়েকে। কিন্তু ২০১৭ সালে কলেজে পড়াশোনা করার জন্য ঢাকায় আসার পর মডেলিংয়ের সাথে সম্পৃক্ত হওয়ায় গান থেকে একটু দূরে চলে আসেন সুবাহ। ২০১৯ সালে অবশ্য তার প্রথম মৌলিক গান প্রকাশ পায়। গানটির শিরোনাম ছিল ‘চলো মেলায় যাইরে’। গানটি লিখেছিলেন সুবাহ ও রবিন। সুর সঙ্গীত করেছিলেন রবিন ইসলাম। এই গানে মিউজিক ভিডিওতে তার উপস্থিতি দেখেই সিনেমাতে নায়িকা হিসেবে কাজ করার প্রস্তাব আসতে থাকে। পরে রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে নায়িকা হিসেবে সুবাহর অভিষেক হয়। তার অভিনীত আরো বেশ কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে সুবাহ তার দ্বিতীয় মৌলিক গান নিয়ে শ্রোতা দর্শকের মধ্যে হাজির হয়েছেন। তার নতুন মৌলিক গানের নাম ‘আমি তোমায় দিলাম’। এই গানটিও সুবাহর লেখা। গানটির সুর সঙ্গীত করেছেন রবিন ইসলাম। প্রথম গান সঙ্গীতায় প্রকাশ পেলেও দ্বিতীয় গানটি সুবাহর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘হুমায়রা সুবাহ’তে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছেন সুবাহ। যে কারণে গান নিয়ে স্বপ্ন বেড়ে গেছে তার। হুমায়রা সুবাহ বলেন, ‘ছোটবেলা থেকেই গান শিখেছি আমি। আম্মু-আব্বু দুজনেই ছিলেন আমার গানের অনুপ্রেরণা। স্কুলে গান গেয়েছি, স্কুলে গান শিখেছি, শিল্পকলাতেও শিখেছি। তবে ঢাকায় এসে পড়াশোনা করতে গিয়ে গান থেকে দূরে চলে আসি। তারপরও মৌলিক গান ২০১৯ এ প্রকাশ করেছি। আর কয়েক দিন আগে একটা। যেহেতু আমার কণ্ঠে গান আব্বুর ভালো লাগত, তাই ভাবছি গানটি আজীবন করে যাব। এখন থেকে প্রতি এক মাস বা দুই মাসে অন্তত একটি মৌলিক গান হলেও প্রকাশ করব। আর পাশাপাশি অভিনয়ও করে যেতে চাই সিনেমায়। ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করতে চাই। এরই মধ্যে আমার বেশ কয়েকটি সিনেমার সেন্সর হয়ে আছে। আশা করছি, চলতি বছরে সিনেমাগুলো রিলিজ হবে।’ সুবাহ জানান, এখনো তার ডিগ্রি কমপ্লিট হয়নি। এরপর তিনি মাস্টার্স করবেন। ফেব্রুয়ারির মাঝামাঝিতে তিনি আবার দুবাই যাবেন। একটি করপোরেট অফিসের সাথে যুক্ত আছেন তিনি। যে কারণে অফিসিয়াল কাজের জন্য তাকে দুবাই যেতে হয়। এই বছরটা বিয়ে নিয়ে আর কোনো ভাবনা নেই। মায়ের পছন্দের ছেলেকেই সুবাহ বিয়ে করতে চান এখন। উল্লেøখ্য, তানিন সুবহা দেশাত্মবোধক, রবীন্দ্র সঙ্গীত ও নজরুল সঙ্গীতও গাইতে পারেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা