২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

ভালোবাসা দিবসে ইয়াশ রোহানের ‘তোমায় পাবো কি?’

ভালোবাসা দিবসে ইয়াশ রোহানের ‘তোমায় পাবো কি?’ -

প্রেম, অপেক্ষা, আর বাস্তবতার মিশেলে আসছে নতুন নাটক ‘তোমায় পাবো কি?’। ভালোবাসা দিবস উপলক্ষে এই নাটকটি মুক্তি পাবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। নাটকে একসাথে জুটি বাঁধছেন দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। শুটিং হয়েছে চট্টগ্রামের নানা মনোরম স্থানে, যা দর্শকদের সামনে এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। নাটকের গল্পে রুদ্র চরিত্রে অভিনয় করছেন ইয়াশ রোহান। রুদ্র একজন গায়ক, যিনি প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছেন। সে অপেক্ষায় থাকে, একটি ভালো সুযোগ তার জীবনে আসবে এবং তার ভাগ্য বদলাবে। তবে তার এই দীর্ঘ অপেক্ষার সময়ে পাশে দাঁড়ানো মেয়ে চিত্রা, যাকে চরিত্রে অভিনয় করেছেন তটিনী। চিত্রা, একটি সাধারণ পরিবার থেকে বেড়ে উঠেছে এবং রুদ্রের সাথে তাদের সম্পর্ক বহু বছরের পুরনো। এই সম্পর্কের মধ্যে চিত্রা কখনো রুদ্রকে হতাশ হতে দেয়নি; তার কোনো বিপদে সে প্রতিবারই পাশে দাঁড়িয়েছে।
এক সময়, চিত্রা সিদ্ধান্ত নেয়, পোস্ট-গ্র্যাজুয়েশন করতে অস্ট্রেলিয়া যাবে। তবে তার পরিবার বিয়ে করার চাপ দেয়। পরিবার চায়, চিত্রা আগে বিয়ে করুক, তারপরই বিদেশ যাবে। চিত্রা তখন রুদ্রকে এই বিষয়ে জানায়, কিন্তু রুদ্রের অবস্থা স্থিতিশীল না হওয়ায় সে বিয়ে করতে রাজি হয় না। ফলে চিত্রা কষ্ট নিয়ে অস্ট্রেলিয়া চলে যায়।
সময়ের পরিক্রমায় রুদ্র এক সময় গানের বড় তারকা হয়ে ওঠে। চিত্রা গ্র্যাজুয়েশন শেষ করে দেশে ফিরে আসে এবং রুদ্রের সাথে আবার দেখা করতে চায়। তাদের আবার কি দেখা হবে? তাদের সম্পর্কের নতুন পর্বের উত্তর মিলবে নাটকের গল্পে।
নাটকের শুটিং হয়েছে চট্টগ্রামের সিআরবি, বাটালি হিল, পতেঙ্গা, বায়েজিদ লিঙ্ক রোড, পারকি বিচ, নিউ মার্কেট ও চারুকলায়। ১৩ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই শুটিংটি পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি, যিনি নাটকের রচয়িতা ও পরিচালকও। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন নাজমুল হাসান।
এ বিষয়ে পরিচালক সাজ্জাদ হোসেন বাপ্পি বলেন, ‘এটি আমার সবচেয়ে আদর ও যতেœ বানানো নাটক। আমি মায়া আর আবেগ দিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছি। এটি আমার কাছে একটি নতুন এক্সপেরিমেন্ট। নাটকের শুরুর থেকে পোস্ট প্রোডাকশন পর্যন্ত রুদ্র ও চিত্রাকে আমি আমার মনের মধ্যে ধারণ করে রেখেছি। দর্শকরা যদি আমাদের কাজ পছন্দ করেন, তবে সব কষ্ট সার্থক হবে।’


আরো সংবাদ



premium cement
নারায়ণগঞ্জে পোশাকশ্রমিক হত্যায় শ্রমিকলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সংস্কারে সমর্থন ইইউ’র প্রথম ধাপে মালয়েশিয়া যাবেন ৭ হাজার ৯৬৪ বাংলাদেশী কর্মী ঢাবি আরবি বিভাগের দু’জন শিক্ষকের নিয়োগ কার্যক্রম স্থগিত কেন অবৈধ হবে না : হাইকোর্ট ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু হামাসের কাছে থাকা পণবন্দীদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে অশউইৎজের ৮০ বছর পূর্তি : বেঁচে ফেরা ব্যক্তি ও বিশ্বনেতাদের অংশগ্রহণ মার্কিন সেনাবাহিনী থেকে ডিইআই বাতিলের আদেশ জারি ডোনাল্ড ট্রাম্পের উইকেটে তাসকিনের ২৫ সমালোচনার পাহাড় নিয়েও টানা তৃতীয় জয় রাজশাহীর কেরানীগঞ্জে সবজির বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের

সকল