২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

একটি হলেও মৌলিক গান করার স্বপ্ন তানিন সুবহার

একটি হলেও মৌলিক গান করার স্বপ্ন তানিন সুবহার -

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তানিন সুবহা অভিনীত নতুন সিনেমা ‘দেনা-পাওনা’র শুটিং। বিষয়টি নিশ্চিত করেছেন এই সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী। সরকারি অনুদানে নির্মীয়মান এই সিনেমায় তানিন সুবহা অভিনয় করবেন মেজ বউ চরিত্রে। এরই মধ্যে পরিচালক তানিন সুবহাকে সিনেমাতে অভিনয় করার বিষয়ে চুক্তিও করে ফেলেছেন। তবে এরই মধ্যে এই সিনেমার প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজেকে নিয়ে আরেক স্বপ্নের কথাও জানালেন তানিন সুবহা। ছোটবেলায় গান করতেন তানিন সুবহা। তানিন সুবহার মা মিসেস তাসলিমাও গান করতেন। বরিশালের গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে সুবহার মায়ের একজন শিল্পী হিসেবে বেশ সুনাম ছিল। মায়ের কাছেই তানিন সুবহার গানে হাতেখড়ি। গৌরনদী একাডেমিতে গান শিখেছেন তানিন। পরে ওস্তাদ অনুপ বড়–য়ার কাছেও তিনি গানে তালিম নিয়েছেন। মায়ের মতো স্কুল-কলেজেও গান গেয়েছেন তানিন সুবহা। যে বিষয়টি অনেকেরই অজানা তা হলো- নায়িকা হিসেবে কাজ শুরু করার আগে তিনি ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে’ রিয়েলিটি শোতে তানিন বরিশাল বিভাগের অডিশনে অংশ নেন। সেই অডিশনে তানিন সুবহা গেয়েছিলেন ‘তুমি বিনে আকুল পরাণ’ গানটি গেয়েছিলেন তানিন। বিচারক ছিলেন এলিটা করিমসহ আরো দু’জন সিনিয়র শিল্পী। তবে খুব বেশি দূর এগিয়ে যেতে পারেননি তিনি। শুধু তাই নয়, এরপর তানিন সুবহা ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’তে অংশ নিয়েছেন তিনি। তানিন সুবহার স্বপ্ন ছিল সিএ পড়ার কিংবা ডাক্তার হওয়ার। দুটোই কঠিন বিষয় হওয়ার কারণে সেই পথে আর এগিয়ে যাননি তিনি। একসময় হয়ে গেলেন সিনেমার নায়িকা। তবে জীবনের এই সময়ে এসে তানিন সুবহা সিদ্ধান্ত নিয়েছেন একটি হলেও মৌলিক গান করবেন তিনি। তানিন সুবহা বলেন, ‘সত্যি বলতে কী, গানের প্রতি কেমন যেন একটা আলাদা আবেগ কাজ করে আমার। এই আবেগ এই অনুভূতি আসলে বুঝানোর মতো নয়।


আরো সংবাদ



premium cement
নারায়ণগঞ্জে পোশাকশ্রমিক হত্যায় শ্রমিকলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সংস্কারে সমর্থন ইইউ’র প্রথম ধাপে মালয়েশিয়া যাবেন ৭ হাজার ৯৬৪ বাংলাদেশী কর্মী ঢাবি আরবি বিভাগের দু’জন শিক্ষকের নিয়োগ কার্যক্রম স্থগিত কেন অবৈধ হবে না : হাইকোর্ট ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু হামাসের কাছে থাকা পণবন্দীদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে অশউইৎজের ৮০ বছর পূর্তি : বেঁচে ফেরা ব্যক্তি ও বিশ্বনেতাদের অংশগ্রহণ মার্কিন সেনাবাহিনী থেকে ডিইআই বাতিলের আদেশ জারি ডোনাল্ড ট্রাম্পের উইকেটে তাসকিনের ২৫ সমালোচনার পাহাড় নিয়েও টানা তৃতীয় জয় রাজশাহীর কেরানীগঞ্জে সবজির বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের

সকল