‘স্মৃতিময় গানগুলো’তেই আছেন সৈয়দ আব্দুল হাদী
- বিনোদন প্রতিবেদক
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংদবন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর হাত ধরেই এনটিভিতে সঙ্গীত-বিষয়ক অনুষ্ঠান ‘কিছু কথা কিছু গান’ এবং পরবর্তীতে বাংলাভিশনে ‘গানে গানে দেশে দেশে’ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তবে এই দু’টি অনুষ্ঠানের কোনোটার সাথেই আপাতত আর সৈয়দ আব্দুল হাদীর কোনো সম্পৃক্ততা নেই। বিগত অর্ধযুগেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ টেলিভিশনে এখনো প্রচার চলতি সঙ্গীত-বিষয়ক অনুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’র সাথেই সম্পৃক্ত আছেন। আধুনিক বাংলা গানের বিবর্তন নিয়ে এই অনুষ্ঠানে সবসময় প্রধান আলোচক থাকেন সৈয়দ আব্দুল হাদী। এখন শুধু এই একটি অনুষ্ঠানের সাথেই যুক্ত আছেন তিনি। সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘আপাতত বিটিভির স্মৃতিময় গানগুলোর সাথেই সম্পৃক্ত আছি। যেহেতু আমি একজন সঙ্গীতশিল্পী, সারা জীবন গানই গেয়েছি। তাই গানের এই ধরনের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে ভালোলাগে। কারণ এখন তো বলা যায় অনেক অবসর সময়। এই অনুষ্ঠানে গেলে ভীষণ ভালোলাগে, অনেকের সাথে দেখা হয়, কথা হয়। গল্প করি, ভালোলাগে। সবচেয়ে বড় কথা অনেক স্মৃতিচারণ হয় এই স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানকে ঘিরে। বিগত অর্ধযুগেরও বেশি সময় ধরেই আছি এই অনুষ্ঠানের সাথে। এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সবার জন্য দোয়া রইল।’ একজন সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে আজ থেকে ১০ বছর আগে তাকে নিয়েই একটি বিশেষ গান করা হয়েছিল। গানটির শিরোনাম ছিল ‘তুমি ছুঁয়েছ নীলিমার নীল’। ওমর ফারুকের কথায় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদের সুর সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ফাহমিদা নবী, মুহিন, চম্পাসহ আরো বেশ কয়েকজন শিল্পী। অভি মঈনুদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে গানটি প্রযোজনা করেছিলেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ। একজন সৈয়দ আব্দুল হাদী কখনোই প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব করে গান করেননি। গানকে ভালোবেসে গান করে গেছেন। তবে গান গেয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছেন এটিই তার কাছে বড় প্রাপ্তি। সৈয়দ আব্দুল হাদী তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যে অনার্স পড়ছেন। সেই বয়সেই মূলত চলচ্চিত্রে গান করার সুযোগ পান তিনি। ১৯৬০ সালে ‘ইয়ে ভি এক কাহানি’ ছবিতে আমি প্রথম প্লেব্যাক করেন। এই ছবিতে করিম শাহাবুদ্দিনের সঙ্গীত পরিচালনায় প্লেব্যাক করেছিলেন। এরপর আরো বেশ কয়েকটি উর্দু ছবিতে গান গাইবার পর ১৯৬৪ সালে পরিচালক মোস্তাফিজুর রহমানের ছবি ‘ডাক বাবু’তে গান গাওয়ার মধ্য দিয়ে প্রথম বাংলা কোনো ছবিতে গান গাওয়া তার। মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা ‘চাতুরী জানে না মোর বধূয়া’ গানটি গেয়েছিলেন তিনি আলী হোসেনের সুরে। গানটি সে সময় ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। সৈয়দ আব্দুল হাদী সবচেয়ে বেশি ডুয়েট গান করেছেন সাবিনা ইয়াসমিনের সাথে। প্রয়াত সুবল দাসের অনুপ্রেরণায় সঙ্গীত পরিচালনা করেছিলেন ‘ফেরারি’ নামের একটি সিনেমার। একটি সিনেমাতে গানও লিখেছিলেন তিনি। সিনেমার নাম ‘তানসেন’। পরে ভেবে দেখলেন আসলে এই কঠিন দু’টি কাজ তার নয়। তার মূল কাজই হচ্ছে গান গাওয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা