২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

নতুন বছরে প্রথমে মিউজিক ভিডিওতে শিরীন শিলা

নতুন বছরে প্রথমে মিউজিক ভিডিওতে শিরীন শিলা -

সিনেমার একজন নায়িকা হিসেবেই অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন চিত্রনায়িকা শিরীন শিলা। তবে মাঝে মধ্যে গল্প এবং চরিত্র ভালো লাগলে মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেন তিনি। অভিনয় জীবনের শুরুর দিকে অর্থাৎ আজ থেকে সাত বছর আগে বাংলাদেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ‘ও কন্যারে’ গানে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলেছিলেন শিরীন শিলা। এরপর আসিফ আকবরেরই ‘আমার হবিরে তুই’ ও জুবিন গার্গের ‘সদরঘাট’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েও দর্শকের মধ্যে সাড়া ফেলেছিলেন। মো: সামছুল হুদার নির্দেশনায় আসিফ আকবরের সর্বশেষ গান ‘আমার হবিরে তুই’তে শিরীন শিলা ছিলেন বেশ অনবদ্য। তবে এবার যেন তার নতুন মিউজিক ভিডিও নিয়ে শিরীন শিলা আরো বেশি আশাবাদী। এবার শিরীন শিলাকে তার ভক্ত দর্শকরা দেখতে পাবেন ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ শিরোনামের গানে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সেলিম রেজা। গানটি গেয়েছেন সৈয়দ অমি ও রিমি। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, গানটি কম্পোজ করেছেন সৈয়দ অমি, মিউজিক করেছেন এ এন ফরহাদ। শিরীন শিলা জানান, গতকাল শনিবার বিকেলেই গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। এই গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘মিউজিক ভিডিওতে আমি খুব কমই কাজ করি। হিসাবে করে দেখা হলে দেখা যাবে, আসিফ ভাইয়ের দু’টি গানে এবং জুবিন গার্গের একটি গানে মডেল হিসেবে কাজ করেছি। প্রত্যেকটি গানই কিন্তু শ্রোতা দর্শকের মধ্যে যেমন বেশ সাড়া ফেলেছে, ঠিক তেমনি মিউজিক ভিডিও বেশ ভালোভাবে দর্শক গ্রহণ করেছে। অমি-রিমির গাওয়া এই গানটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই গানটি যেমন সিনেমার ঘরানার একটি গান অর্থাৎ শুনলেই মনে হবে, একটি প্লেব্যাক সং- ঠিক তেমনি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে সিনেমার গানের আদলেই। গানটির মিউজিক ভিডিওতে কোরিওগ্রাফি করেছেন হাবিব ভাই। তার নির্দেশনায় এর আগেও কাজ করেছি। যে কারণে এই ভিডিওতে কাজ করতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেছি। মূল কথা, এই মিউজিক ভিডিওর সব কিছু একেবারে সিনেমার ঘরানারই। তরুণ শ্রোতা দর্শকরা যে ধরনের গান পছন্দ করেন এই গান ঠিক তেমনি একটি গান। আমার কাছে তো মনে হচ্ছে এই গান ভীষণ সাড়া ফেলবে। অমি-রিমির এই গানে শ্রোতা দর্শক মুগ্ধ হোক, আমার পারফরম্যান্সেও মুগ্ধ হোক- এমনটিই প্রত্যাশা।’ এদিকে শিরীন শিলা কিছুদিন আগে বিয়ে করেছেন। ইচ্ছে রয়েছে শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা করার। তিনি জানান, শিগগিরই সরকারি অনুদানে নতুন একটি সিনেমার কাজও শুরু করতে যাচ্ছেন। সিনেমার কাজ শুরু করলেই তিনি সবাইকে জানান দেবেন।


আরো সংবাদ



premium cement
নির্বাসন চুক্তির পর কলম্বিয়ার ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার মুখে অভিবাসীবাহী মার্কিন ফ্লাইট অবতরণে অনুমতি কলোম্বিয়ার কঙ্গোতে সকল বাংলাদেশী শান্তিরক্ষী নিরাপদ রয়েছেন : আইএসপিআর জামিন পেলেন পরীমণি হাতকড়া পরিয়ে অভিবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ট্রাম্পের পরিকল্পনার নিন্দা ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে ইয়েহুদকে মুক্তি দেবে হামাস, গাজাবাসীদের উত্তরে ফিরে যাওয়ার অনুমতি ইসরাইলের রামপুরায় ভবনে ঝুলে থাকা তরুণকে গুলি: অভিযুক্ত এসআই খাগড়াছড়িতে আটক সীমান্তে বাংলাদেশী যুবককে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা মাঘের ঘন কুয়াশা কাটিয়ে কুড়িগ্রামে সূর্যের হাসি

সকল