বিচারকের আসনে পুতুল-কিশোর
- বিনোদন প্রতিবেদক
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
পুতুল ও কিশোর, দুজনেই ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ নামে রিয়েলিটি শোতে অংশগ্রহণের মধ্য দিয়ে পেশাগতভাবে সঙ্গীত জীবনে প্রবেশ করেন। দুজনের বেশ কিছু জনপ্রিয় মৌলিক গান যেমন রয়েছে, ঠিক তেমনি স্টেজ শোতেও তারা শ্রোতা দর্শককে মুগ্ধ করে আসছেন বিগত বছরগুলোতে। কিশোর নিজে একজন সঙ্গীত পরিচালকও বটে। নিজেই গানের সুর করেন, মিউজিক অ্যারেঞ্জম্যান্টও করেন। কিশোর কণ্ঠের গান শ্রোতা দর্শকের মাঝে এক অন্যরকম ভালোলাগার সৃষ্টি করে। অন্যদিকে, পুতুল একজন গায়িকা হিসেবে কাজ করার পাশাপাশি তিনি একজন কথাসাহিত্যিক এবং একজন উপস্থাপিকাও বটে। একজন উপস্থাপিকা হিসেবে পুতুল যেমন ভীষণ প্রশংসা কুড়ান, ঠিক তেমনি কথাসাহিত্যিক হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। এই দু’জন শিল্পী এবারই প্রথম ‘স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট-২০২৪’-এর প্রধান দুই বিচাকের কাজ করেছেন। এরই মধ্যে কয়েক দিন আগে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হলো। পুতুল বলেন, ‘গ্র্যান্ড ফিনালেতে মূল বিচারকের দায়িত্ব পালন করাটা একটি চমৎকার অভিজ্ঞতা। ক্যারিওকিতে সাধারণত শৌখিন মানুষরা গেয়ে থাকেন, এমন একটি ধারণা নিয়ে বসে চমকে গেছি। কিছু শিল্পী এত দক্ষতার সঙ্গে গেয়েছেন যে, মনে হয়েছে সঙ্গীত বহু দিনের সাধনা তাদের। ধন্যবাদ এই আয়োজনের নেপথ্যে যারা কাজ করছেন তাদেরকে।’
কিশোর দাস বলেন, ‘এক হাজার ৭০০ জন থেকে চূড়ান্ত পর্যায়ে ২৫ জনের গান শুনেছি আমরা। আমার কাছে ভালো লেগেছে যারা গাইতে এসেছিল। ক্যারাওকিতে চমৎকার গেয়েছেন প্রতিযোগীরা। তাদের জন্য শুভ কামনা রইল।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা