এবার ওয়েব সিরিজে ওমর সানী
- বিনোদন প্রতিবেদক
- ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
ঢাকার অদূরে মানিকগঞ্জে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘চাপওয়ালা’ নিয়েই বেশি ব্যস্ত থাকেন চিত্রনায়ক ওমরসানী। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নানান ইস্যু নিয়েও নানান সময়ে উপস্থিত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি অনেক সময় দেন। এ ছাড়াও স্টেজ শোর মৌসুমে ঢাকা, ঢাকার বাইরেও ব্যস্ত থাকতে হয় তাকে। আপাতত নতুন কোনো সিনেমার কাজ না থাকলেও এরই মধ্যে তিনি একটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছেন। আপাতত ওয়েব সিরিজটির নাম ‘ব্ল্যাক মানি’। যেহেতু কিছুদিন আগে রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ নামের একটি ওয়েব সিরিজ প্রকাশিত হয়েছে, তাই এই নামটি চূড়ান্ত পর্যায়ে আর থাকবে না বলে জানান চিত্রনায়ক, প্রযোজক, বিজনেসম্যান ওমরসানী। ওমরসানী জানান, এই ওয়েব সিরিজটিতে তিনি চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি পরিচালক, অভিনেতা কাজী হায়াতের সাথে অভিনয় করেছেন। এতে আরো আছেন সাব্বির আহমদে, আশরাফ কবিরসহ আরো অনেকে।
এরই মধ্যে ওমরসানী রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউজে শুটিংয়ে অংশ নিয়েছেন। এতে অভিনয় প্রসঙ্গে ওমরসানী বলেন, ‘প্রথমবার আমি কোনো ওয়েব সিরিজে কাজ করেছি। একটি থ্রিলারধর্মী গল্পের ওয়েব সিরিজ এটি। আমার কাছে মনে হয়েছে পুরো টিম এই কাজটি করার ব্যাপারে ভীষণ সিরিয়াস। কয়েকটা ক্যামেরায় যেহেতু কাজ করা হয়েছে, যে কারণে মনে হয়েছে বেশ গুছানোভাবে কাজটি ঠিকঠাক মতো করার চেষ্টা ছিল পরিচালকের। আর শ্রদ্ধেয় কাজী হায়াৎ ভাইয়ের সাথে এর আগে বহু সিনেমাতে অভিনয় করেছি। নিঃসন্দেহে তিনি অনেক বড়, গুণী একজন পরিচালক। পাশাপাশি একজন গুণী অভিনেতাও বটে। তবে হায়াৎ ভাইয়ের সঙ্গে অনেক দিন পর কাজ হওয়ায় বেশ ভালো লেগেছে। এখন পুরো বিষয়টা আসলে সম্পাদনার ওপর নির্ভর করছে। ঠিকঠাক মতো সম্পাদনা হলে, আশা করছি কাজটি ভালো হবে। ‘স্টার অ্যাড’ প্রযোজিত এই ওয়েব সিরিজটিতে শিগগিরই প্রচারে আসবে বলে জানিয়েছেন পরিচালক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা