২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

জগজিৎ-চিত্রার গান ইউসুফ-লিজার কণ্ঠে

ছবি : মাহমুদুল হাসান শুভ -

বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান ও সানিয়া সুলতানা লিজা। ইউসুফ সেরাকণ্ঠ খ্যাত সঙ্গীতশিল্পী, লিজা ক্লোজআপ ওয়ান খ্যাত সঙ্গীতশিল্পী। দীর্ঘ দিনের সঙ্গীত জীবনের পথচলায় তারা দু’জন বিটিভিতে প্রচারিত একটি মৌলিক গানই গেয়েছেন একসাথে। কখনো একসাথে কোনো স্টেজ শোতেও তারাস সঙ্গীত পরিবেশন করার সুযোগ পাননি। এবারই প্রথম তারা দু’জন একইমঞ্চে একসাথে গান গাইবার সুযোগ পেলেন। গত ১৮ জানুয়ারি রাজধানীর পল্টনে ব্যাংক এশিয়ার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইউসুফ ও লিজা একইমঞ্চে একসাথে সঙ্গীত পরিবেশন করার সুযোগ পান। মূলত অনুষ্ঠানে তারা দু’জন জগজিৎ সিং ও চিত্রা সিংয়ের গজল গান পরিবেশন করেছেন। আয়োজকদের প্রবল আগ্রহেই মূলত ইউসুফ ও লিজাকে দিয়ে জগজিৎ ও চিত্রার গানগুলো গাওয়ানো হয়। অনুষ্ঠানের শুরুতেই লিজা পরিবেশন করেন ‘দুটি মন আর নেই দুজনার’। এরপর ইউসুফ পরিবেশন করেন ‘ঘাম কী খাজানা’। এরপর লিজা পরিবেশন করেন ‘বাঁকা চোখে বল না’, এরপর ইউসুফ পরিবেশন করেন ‘তুমকো দেখা তো’সহ আরো বেশ কয়েকটি একক গজল। ইউসুফ ও লিজা একসাথে যে গানগুলো পরিবেশন করেন সেগুলো হলো ‘তুমি এসে আমার মনে’, ‘বেদনা মধুর হয়ে যায়’, ‘চোখে চোখে রেখে’সহ আরো কয়েকটি গান। লিজা আরো পরিবেশন করেন ‘আমার চোখের জলের মাঝে’, ‘আকাশ মেঘে ঢাকা’, ‘মনে করো যদিসহ আরো কয়েকটি গান। ইউসুফের কণ্ঠে শ্রোতা দর্শকেরা আরো উপভোগ করেন ‘বুঝিনিতো আমি’, ‘কই ফারিয়াদ’, ‘তুম ইতনা জো মুসকুরা’ ‘পেয়ার কা পেহলা’, ‘ হুতো সে ছুঁলো তুম’ ইত্যাদি। দু’জনেই এককভাবে যেমন একের পর এক শ্রোতাদের মুগ্ধ করছিলেন, ঠিক তেমনি দু’জনের দ্বৈত পরিবেশনা যেন সেই মুগ্ধতা আরো ছাড়িয়ে গিয়েছিল। উপস্থিত শ্রোতা দর্শকেরা বারবার বলে উঠছিলেন যে, ইউসুফ ও লিজার কণ্ঠ দিয়ে গানে গানে যেন মধুই বের হয়ে আসছিল। দু’জনের সুরেলা কণ্ঠ, ইউসুফের কণ্ঠের মেলোডি ও আর লিজার মিষ্টি কণ্ঠ পুরোটা সময়জুড়ে যেন গানে গজলে শ্রোতা দর্শকে একে অন্যরকম আবেশে বেঁধে রেখেছিল। ইউসুফ আহমেদ খান বলেন, ‘লিজা আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী। তারসাথে এর আগে একটি মৌলিক গানই গাইবার সুযোগ হয়েছিল। আর স্টেজ শোতে এবারই প্রথম আমাদের পরিবেশনা ছিল। পরিবেশ, দর্শক শ্রোতা এবং সার্বিক আয়োজন এতো চমৎকার ছিল যে গান গাইতেও ভীষণ ভালোলাগছিল। পল্লব কাকুসহ সব মিউজিসিয়ানদের প্রতি আন্তরিক ভালোবাসা রইল। ধন্যবাদ আয়োজকদের।’


আরো সংবাদ



premium cement
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের যশোরে শীর্ষ সন্ত্রাসী ১৪ মামলার আসামি ভাইপো রাকিব গুলিবিদ্ধ হাসপাতালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বাংলাদেশে পালিয়ে আসা ভারতীয় প্রেমিকযুগল সীমান্তে গ্রেফতার গোলাপের যুক্তরাষ্ট্রের ৯টি স্থাবর সম্পদ জব্দের আদেশ ভালুকায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ইসরাইল-হামাস যুদ্ধের ১০টি গুরুত্বপূর্ণ মুহূর্ত চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল মিয়ানমারে যেকোনো গোষ্ঠীর অপরাধ তদন্ত করবে জাতিসঙ্ঘ বাংলাদেশের জন্য সুদের হার কমানোর কথা ভাবছে চীন : রাষ্ট্রদূত ভেড়ামারায় বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

সকল