বেলাল হোসেন রিজুর ‘কেন বা এলে জীবনে’
- বিনোদন প্রতিবেদক
- ২০ জানুয়ারি ২০২৫, ০০:০০
প্রকাশিত হলো নতুন প্রতিভাবান গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল হোসেন রিজুর প্রথম মৌলিক গান ‘কেন বা এলে জীবনে’। গানটি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
বেলাল হোসেন রিজু ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতায় বিজয়ীদের একজন। ডিএমএস জানায়, তাদের আমার গান প্রতিযোগিতায় সারা দেশ থেকে দশ হাজারেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। সেখান থেকে প্রথমে সেরা ১০০ জন নির্বাচিত করে প্রতিষ্ঠানটি। এরপর সেরা ১০০ থেকে চুলচেরা বিশ্লেষণ করে নির্বাচিত করা হয় সেরা ২০ জনকে। পর্যায়ক্রমে এই সেরা ২০ জনের গান প্রকাশের সিদ্ধান্ত নেয় ডিএমএস। বেলাল হোসেন রিজুর গান দিয়ে শুরু হলো তাদের এই গান প্রকাশের মিছিল।
উল্লেখ্য, ধ্রুব মিউজিক আমার প্রতিযোগিতায় বিচারকার্য সম্পাদনের গুরু দায়িত্ব পালন করেছেন বাংলা সঙ্গীতের কিংবদন্তি থেকে শুরু করে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত তারাকাগণ। এই তালিকায় আছেন কুমার বিশ্বজিত, বাপ্পা মজুমদার, তরুণ মুন্সী, মিলন মাহমুদ, ইমরান মাহমুদুল, কিশোর দাস, বেলাল খান, কাজী শুভ ও শাওন গানওয়ালা।
নিজরে প্রথম মৌলিক গান নিয়ে উচ্ছ্বসিত রিজু জানালেন, ডিএমএস আমাকে এক নতুন দুনিয়ায় বিচরণ করার সুযোগ করে দিয়েছে। নিজের লেখা, সুর করা এবং গাওয়া গান নিয়ে যখন দ্বিধায় ভুগছিলাম তখই ধ্রুব মিউজিক আমার গানের দুয়ার খুলল আমাদের জন্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা