২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

হলিউডকে শক্তিশালী করতে ট্রাম্পের তিন বিশেষ দূত

হলিউডকে শক্তিশালী করতে ট্রাম্পের তিন বিশেষ দূত -

প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প হলিউডের ব্যবসা পুনরুদ্ধার এবং শক্তিশালী করতে তিনজন বিশিষ্ট সেলিব্রেটিকে ‘বিশেষ দূত’ হিসেবে মনোনীত করেছেন। সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন এবং জন ভয়েটকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তারা হলিউডের ব্যবসা বিদেশী দেশগুলো থেকে ফিরে আনার লক্ষ্যে কাজ করতে পারেন।
গত বৃহস্পতিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি পোস্টে এই ঘোষণা করেন। তিনি লিখেছেন, ‘এটি আমার জন্য গর্বের বিষয় যে আমি জন ভয়েট, মেল গিবসন এবং সিলভেস্টার স্ট্যালোনকে বিশেষ দূত হিসেবে ঘোষণা করছি। তারা আমার কাছে হলিউডের বর্তমান সমস্যাগুলো নিয়ে পরামর্শ দেবেন এবং তাদের পরামর্শ অনুসারে আমরা হলিউডকে আবার বড়, ভালো এবং শক্তিশালী করে তুলব। এই তিনজন বিশেষ প্রতিভাবান ব্যক্তির পরামর্শে আমি যা যা করতে বলব, তা আমি বাস্তবায়ন করব। আমরা হলিউডকে আবার সোনালি যুগে ফিরিয়ে আনব, ঠিক যেমনটি আমাদের দেশের জন্য আমরা আশা করি।’ ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণ পরেই মেল গিবসন জানিয়েছেন, তিনি প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের ঘোষণার মাধ্যমে তার নতুন দায়িত্ব সম্পর্কে জানতে পারেন। তিনি বলেন, ‘আমি একই সময়ে ট্রাম্পের পোস্ট দেখেছি এবং একটু অবাক হয়েছি। তবুও, আমি আমার দেশের একজন নাগরিক হিসেবে আমার সহায়তা প্রদান করব। আর, একটুও যদি সুযোগ থাকে, তবে আশা করি এই পদটি কোনো ‘অ্যাম্বাসেডরের রেসিডেন্স’ নিয়ে আসবে!”
এই ঘোষণা ট্রাম্পের শপথগ্রহণের ঠিক চার দিন আগে আসে, যখন দক্ষিণ লস অ্যাঞ্জেলেসে মারাত্মক দাবানলে হাজার হাজার বাড়ি এবং ব্যবসা ধ্বংস হয়ে গেছে এবং এই অঞ্চলের পুনর্গঠন কার্যক্রমে প্রায় ২৫০ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সময়ে, ২০২৪ সালের মার্কিন সিনেমা শিল্পের আয়ের পরিমাণ ২০২৩ সালের তুলনায় কমে গেছে, যা ২০২৩ সালের অভিনেতা ও লেখকদের ধর্মঘটের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্ট্যালোন, গিবসন এবং ভয়েট গত কয়েক বছর ধরে ট্রাম্পের উৎসাহী সমর্থক হিসেবে পরিচিত। স্ট্যালোন ২০২০ সালে ট্রাম্পকে ‘দ্বিতীয় জর্জ ওয়াশিংটন’ হিসেবে অভিহিত করেছিলেন, গিবসন তার রাজনৈতিক সমর্থন জানিয়েছিলেন এবং ভয়েটও ট্রাম্পের প্রতি তার প্রশংসা এবং সমর্থন প্রকাশ করেছেন।
গিবসন, যিনি এক সময় হলিউড থেকে ব্ল্যাকলিস্টেড ছিলেন, ২০১৬ সালে ‘হ্যাকসও রিজ’ সিনেমা পরিচালনার মাধ্যমে হলিউডে আবার ফিরে আসেন এবং তার পরবর্তী সিনেমা ‘ফ্লাইট রিস্ক’ ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে। স্ট্যালোন সম্প্রতি ‘টুলসা কিং’ সিরিজে অভিনয় করেছেন এবং ‘ওয়ার্কিং ম্যান’ সিনেমার প্রযোজক ও সহলেখক হিসেবে কাজ করছেন। ভয়েট সর্বশেষ ‘মেগালোপোলিস’ এবং ‘রেগান’ সিনেমায় অভিনয় করেছেন।
এখন এই তিনজন বিশিষ্ট সেলিব্রেটির নেতৃত্বে হলিউডে আবারো সোনালি যুগ ফিরিয়ে আনার লক্ষ্যে ট্রাম্প তার পূর্ণ সমর্থন প্রদান করবেন, এমনটাই তার প্রতিশ্রুতি।


আরো সংবাদ



premium cement
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের যশোরে শীর্ষ সন্ত্রাসী ১৪ মামলার আসামি ভাইপো রাকিব গুলিবিদ্ধ হাসপাতালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বাংলাদেশে পালিয়ে আসা ভারতীয় প্রেমিকযুগল সীমান্তে গ্রেফতার গোলাপের যুক্তরাষ্ট্রের ৯টি স্থাবর সম্পদ জব্দের আদেশ ভালুকায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ইসরাইল-হামাস যুদ্ধের ১০টি গুরুত্বপূর্ণ মুহূর্ত চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল মিয়ানমারে যেকোনো গোষ্ঠীর অপরাধ তদন্ত করবে জাতিসঙ্ঘ বাংলাদেশের জন্য সুদের হার কমানোর কথা ভাবছে চীন : রাষ্ট্রদূত ভেড়ামারায় বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

সকল