১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

বছরের শুরুতেই চার নাটকে তন্ময় সোহেল

-

এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেল। নতুন ইংরেজি বছরের শুরুতেই তার অভিনীত একের পর এক কয়েকটি নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন। বছরের শুরুতেই ইউটিউবে প্রকাশিত হয়েছে তার অভিনীত নাটক ‘বেক্কল মেয়ে’। এটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান। মাত্র কয়েক দিনে নাটকটি এরই মধ্যে ২০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। ‘বেক্কল বউ’ প্রচারে আসার ঠিক দিন দিন পর অর্থাৎ ৮ জানুয়ারি ইউটিউবে প্রকাশিত হয়েছে রেজা মাহমুদ পরিচালিত ‘চ্যাম্পিয়ন বউ’ নাটকটি। এই নাটকটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গেল ১৩ জানুয়ারি প্রকাশিত হয়েছে আদিবাসী মিজান পরিচালিত ‘বিরহী চুপিয়া’ নাটকটি। এই নাটকেও তন্ময় সোহেলের অভিনয় দর্শকের ভীষণ ভালো লেগেছে। সর্বশেষ গেল ১৫ জানুয়ারি প্রচারে এসেছে আদিত্য জনি পরিচালিত ‘মাঘ মাসের শীত’ নাটকটি। বছরের শুরুতেই পরপর চারটি প্রকাশিত নাটকের মধ্যদিয়ে ২০২৫-এর শুরুটা তন্ময় সোহেলের বেশ ভালোভাবেই শুরু হলো। কারণ তার যারা ভক্ত দর্শক রয়েছেন তারা তার নতুন নাটকের জন্য অপেক্ষা করেন। বছরের শুরুতেই পরপর চারটি নাটক তন্ময় সোহেল তার ভক্ত দর্শককে উপহার দিয়েছেন। প্রতিটি নাটকেই তন্ময় সোহেলের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। প্রতিদিনই প্রতিটি নাটকেরই ভিউ বেড়েই চলেছে। নানান মাধ্যমে তন্ময় সোহেল তার অভিনীত প্রতিটি নাটকের জন্য বেশ সাড়া পাচ্ছেন। তন্ময় সোহেল বলেন, ‘আলহামদুলিল্লাহ ইংরেজি নতুন বছরের শুরুটা বেশ ভালোভাবেই হলো। এরই মধ্যে দুই সপ্তাহের ভেতর আমার অভিনীত চারটি নাটক প্রচারে এসেছে। প্রতিটি নাটকের জন্যই বেশ ভালো সাড়া পাচ্ছি। ভীষণ অনুপ্রাণিত হচ্ছি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমার অভিনীত নাটকগুলো প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করছেন এবং তাদের অভিমতও জানাচ্ছেন। সত্যি বলতে কী আমি একজন পেশাদার অভিনেতা। তাই একজন সত্যিকারের অভিনেতা হবারই স্বপ্ন আমার। দিন রাত কষ্ট করি শুধুমাত্র একজন ভালো অভিনেতা হবারই জন্য। ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা আদিবাসী মিজান ভাই, রেজা মাহমুদ ভাই, আদিত্য জনি ভাইকেও। বছরের শুরুতেই তাদের নির্মিত প্রচারিত নাটকের মধ্যদিয়েই বেশ ভালোভাবে যাত্রা শুরু হলো আমার ২০২৫-এর। আগামীতে আরো অনেক ভালো ভালো গল্পের নাটক আসবে। আশা করছি সেসব নাটকও দর্শককে মুগ্ধ করবে।’ এদিকে তন্ময় এরই মধ্যে শেষ করেছেন তার অভিনীত সিনেমা ‘জোছনা করেছে আঁড়ি’র কাজ। এটি নির্মাণ করেছেন ইয়াসির আরাফাত জুয়েল।


আরো সংবাদ



premium cement
বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত বাড়ি ফিরতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নীতিমালা শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক ফতুল্লায় পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ২ গার্মেন্টস ভাঙচুর দেশ হাসিনামুক্ত হয়েছে, এখনো গণতন্ত্রের হয়নি : গয়েশ্বর রায় আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয় : তারেক রহমান চিকিৎসকসহ ৫ হাসপাতাল কর্মী গ্রেফতারের প্রতিবাদ ড্যাবের শামীম ওসমান সারা বিশ্বে না’গঞ্জকে সন্ত্রাসের জেলা পরিচিত করেছেন মাত্র ১০ দিনের মাথায় যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান ওএসডি আশুলিয়ায় বাস চাপায় নারী পোশাকশ্রমিক নিহত রাজশাহীর বিপক্ষে খুলনার বড় সংগ্রহ

সকল