১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

প্লে-ব্যাকে প্রথম রাজীব-কণা

প্লে-ব্যাকে প্রথম রাজীব-কণা -

বর্তমান সময়ে বাংলাদেশের প্লে-ব্যাকে অর্থাৎ সিনেমার গানে এক অত্যাবশ্যকীয় নাম গায়িকা দিলশাদ নাহার কণা। সিনেমায় তার বহু হিট গান রয়েছে যা তিনি স্টেজ শোতে গেলেই পারফর্ম করেন। অন্যদিকে ক্লোজআপ ওয়ান’খ্যাত সঙ্গীতশিল্পী রাজীবের সিনেমার গানেই সবচেয়ে বেশি প্রতিষ্ঠা পাওয়ার কথা। যেহেতু তিনি যখন গানের ভুবনে পেশাগতভাবে যাত্রা শুরু করেন তখন অনেকেই বলেছেন সিনেমার গানের জন্যই রাজীবের কণ্ঠটা পারফেক্ট একটি কণ্ঠ। কিন্তু এর পরেও রাজীবকে বেশকিছু সিনেমাতে গান গাওয়ানো হলেও ঠিকঠাক মতো তার যতœ নিতে পারেনি বিশেষত প্লে-ব্যাক করানোর ক্ষেত্রে। অবশ্য তা নিয়ে রাজীবের কোনো আক্ষেপও নেই। কারণ রাজীব তার নিজের মতো করেই গানের ভুবনে একটা আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। তাতেই তিনি সন্তুষ্ট। নিজের মতো করেই একের পর এক ঢাকা ঢাকার বাইরে, দেশের বাইরে শো করে যাচ্ছেন, যেন তাতেই তৃপ্ত তিনি। কণা ও রাজীবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শুরু আজ থেকে ২০ বছর আগে। তবে দীর্ঘ এই বিশ বছর বা দুই দশকের পথচলায় এবারই প্রথম কণা ও রাজীব একটি সিনেমাতে একসঙ্গে প্লে-ব্যাক করেছেন। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমায় তারা দু’জন একসঙ্গে প্লে-ব্যাক করেছেন। যে গানটি তারা দু’জন গেয়েছেন, গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর সঙ্গীত করেছেন প্রমিত। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, কণা ও রাজীব দুজনে সিনেমার টাইটেল সং ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ গেয়েছেন। মানিক আরো জানান, সিনেমাটির সেন্সর ছাড়পত্র নেয়া আছে। হয়তো চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটিতে অভিনয় করেছেন আদর আজাদ ও সালওয়া। প্রথমবার একসঙ্গে প্লে-ব্যাক গান গাওয়া প্রসঙ্গে রাজীব বলেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্ক বিশটি বছরের। কণার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটা আতœার। ভাবতেই অবাক লাগলো যে আমাদের একসঙ্গে কোনো গান করা হয়নি। না আধুনিক গান না সিনেমার গান। স্বপ্নে দেখা রাজকন্যা গানটির কথা ও সুর খুব সুন্দর। ভালো লাগবে আশা করি সবারই।


আরো সংবাদ



premium cement
বাড়ি ফিরতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নীতিমালা শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক ফতুল্লায় পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ২ গার্মেন্টস ভাঙচুর দেশ হাসিনামুক্ত হয়েছে, এখনো গণতন্ত্রের হয়নি : গয়েশ্বর রায় আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয় : তারেক রহমান চিকিৎসকসহ ৫ হাসপাতাল কর্মী গ্রেফতারের প্রতিবাদ ড্যাবের শামীম ওসমান সারা বিশ্বে না’গঞ্জকে সন্ত্রাসের জেলা পরিচিত করেছেন মাত্র ১০ দিনের মাথায় যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান ওএসডি আশুলিয়ায় বাস চাপায় নারী পোশাকশ্রমিক নিহত রাজশাহীর বিপক্ষে খুলনার বড় সংগ্রহ মাদরাসার টাকা আত্মসাতের অভিযোগে অবস্থান কর্মসূচি

সকল